ব্রিসবেন টেস্টের আগে পজিটিভ গ্রিন, নেগেটিভ হেড
বছর তিন আগে দুটি শব্দের সঙ্গে বেশ প্রতিনিয়তই সাক্ষাৎ হতো বিশ্বজুড়ে প্রায় সকল মানুষের। নেগেটিভ-পসিটিভ। শিরোনাম দেখে আপনি যেতে আন্দাজ করেছেন সেটিই সঠিক। যদিও মানুষ অনেকটা ভুলে যেতেই বসেছিল করোনাকালের ভয়ংকর সেই স্মৃতিগুলো। তবে হঠাতই ক্রিকেটপাড়া নতুন আগমন নতুন এক করোনা ওয়েভের। অবশ্য তা ওশেনিয়ার দেশগুলোতে।
সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে করোনা আক্রান্ত হন নিউজিল্যান্ডের মিচেল সান্টনার ও ডেভন কনওয়ে। সান্টনার অবশ্য দ্রুতই সেরে উঠেছিলেন। এদিকে একই মহাদেশের অস্ট্রেলিয়াতেও দেখা মিলল করোনা থাবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের জয়ের নায়ক ট্রাভিস হেড প্রথম টেস্টের পরই করোনা আক্রান্ত হন। তবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্টের আগেই সেরে উঠেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে কোভিড নেগেটিভ হলেও খেলার সময় বেশকিছু শর্ত মানতে হবে তাকে।
এদিকে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন অজিদের মিডল অর্ডার ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তবে করোনায় আক্রান্ত হলেও সুস্থ থাকলে গ্রিন খেলবেন ব্রিসবেন টেস্টে। এমনকি দলের সঙ্গে থাকতে পারেন ম্যাকডোনাল্ডও।
এ নিয়ে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত ক্যামেরন গ্রিন ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে দল থেকে আলাদা রাখা হবে। তবে এতে ব্রিসবেন টেস্টে গ্রিন ও ম্যাকডোনাল্ডের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে না।’