শ্রীলঙ্কাকে হারিয়ে নারী যুবাদের শুভসূচনা
দেশে-দেশের বাইরে ক্রিকেটের ব্যস্ত সময় চলছে। এরই মধ্যে নারী ক্রিকেটেও বেজে গেছে ব্যস্ততার দামামা। শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হয়েছে অ-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ হেসেছে শেষ হাসি। শ্রীলঙ্কাকে হারিয়েছে ৫ উইকেটে।
টস জিতে বোলিং করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই চেপে ধরে সফরকারী লঙ্কানদের। পাওয়ারপ্লেতেই তুলে নেয় দুই উইকেট। সেই ধাক্কা শেষমেশ লঙ্কানরা আর সামলাতে পারেনি।
নিশিতা নিশি, রাবেয়াদের তোপে উইকেট খুইয়েছে নিয়মিত বিরতিতে। নিশি আর রাবেয়া নেন তিনটি করে উইকেট। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ২১ রান আসে রাশমি নেত্রাঞ্জলীর ব্যাট থেকে, এছাড়াও ভীষ্মি গুনারত্নে করেন ১৯ রান। শ্রীলঙ্কা তাদের ইনিংস শেষ করে ৯ উইকেট খুইয়ে ৯৫ রান তুলে।
জবাবে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সুমাইয়া সুবর্ণা। ১১ বলে ১৪ রান করে তিনি আউট হচ্ছেন যখন, দলের রান তখনই ২১, তাও ২.৪ ওভারে। তার বিদায়ের পর দলকে খানিকটা রয়েসয়ে পথ দেখাতে থাকেন ফাহমিদা ছোঁয়া ও ইভা। তবে পাওয়ারপ্লে শেষ হওয়ার পরেই ফেরেন ছোঁয়া। এর একটু পর সুমাইয়া আক্তারও এক অঙ্কে ফিরে গেলে বিপাকে পড়ে যায় দল।
আফিয়া আসিমা ইরাকে সঙ্গে নিয়ে ৩৯ রানের জুটিতে সেটা সামাল দেন ইভা। দলকে জয় থেকে ২২ রানের দূরত্বে রেখে ২৭ রান করা ইভা ফেরেন। বাকি পথটা ইরা অনেকটাই নির্বিঘ্নে পার করে দেন। বাংলাদেশ অবশ্য আরও একটা উইকেট হারিয়েছে জয় তুলে নেওয়ার আগে। দল যখন জয় থেকে ৩ রানের দূরত্বে, তখন জান্নাতুল মাওয়া বিদায় নেন। তবে তা স্বাগতিকদের জয়টা রুখতে পারেনি। বাংলাদেশ মাঠ ছেড়েছে ৫ উইকেটের জয় নিয়ে।
নিজেদের পরের ম্যাচে শ্রীলঙ্কা আগামীকাল এই কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামেই মুখোমুখি হবে টুর্নামেন্টের আরেক দল পাকিস্তানের। এদিকে বাংলাদেশও নিজেদের পরের ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। আগামী ২৭ জানুয়ারির ম্যাচটিও হবে এই স্টেডিয়ামেই।