হায়দরাবাদে ইংল্যান্ড একাদশে তিন স্পিনার, এক পেসার
ইংল্যান্ডের ভারত সফর নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। বাজবল নিয়ে পক্ষে-বিপক্ষে বাগযুদ্ধ আর ইংলিশ স্পিনার শোয়েব বশিরের ভিসা না পাওয়ার বিষয়টি উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। এর মধ্যেই নিজেদের রীতি মেনে টেস্টের আগের দিনই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
ভারতের কন্ডিশনের কথা মাথায় রেখে তিন স্পিনারকে দিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বেন স্টোকসের দল। দলে একমাত্র পেসার হিসেবে জায়গা পেয়েছেন মার্ক উড। যার ফলে হায়দরাবাদে দর্শক হয়ে থাকতে হচ্ছে জেমস অ্যান্ডারসনকে।
তিন স্পিনারের মধ্যে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে টম হার্টলির। এছাড়াও এই টেস্টে ইংলিশদের হয়ে হাত ঘোরাবেন জ্যাক লিচ এবং রেহান আহমেদ। স্পিনের চতুর্থ বিকল্প হিসেবে ব্যাটার জো রুটও থাকছেন একাদশে।
ইংল্যান্ডের হয়ে ইনিংস শুরু করবেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। স্টোকস, ওলি পোপ, জনি বেয়ারস্টোদের সমন্বয়ে হবে মিডল অর্ডার। উইকেটের পেছনে থাকবেন বেন ফোকস।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ