১১ বছর পর বিগ ব্যাশ শিরোপা ব্রিসবেনের
সবশেষ ২০১২-১৩ মৌসুমে বিগ ব্যাশের শিরোপা জিতেছিল ব্রিসবেন হিট। মাঝের সময়টাতে শিরোপা দূরে থাক কখনও ফাইনালেও খেলা হয়নি ব্রিসবেনের। দিনে দিনে সময়টা গিয়ে ঠেকেছে ১১ বছরে। তবে এবার আর হতাশা নয়। সিডনির বিপক্ষে কোয়ালিফাইয়ারে হারলেও পরের ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে উড়িয়ে ফাইনালে পা রাখে দলটি। এরপর শিরোপা নির্ধারণী মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরে আসরের অন্যতম সফল সিডনি সিক্সার্সকে হারিয়ে। নেয় মধুর শোধ।
নিজেদের মাঠে দর্শকদের পূর্ণ সমর্থন পেয়েছিল সিডনি। তবে শিরোপা নির্ধারণী মঞ্চে সেটা তাদের বাড়তি চাপেই ফেলেছে। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটির বোলার কিংবা ব্যাটাররা। ব্রিসবেনের ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১২ রানেই গুটিয়ে গেছে সিডনি। তাতে ৫৪ রানের জয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রিসবেন হিট।
আগের ম্যাচে বিগ ব্যাশের রেকর্ড ১২ ছক্কায় ৫৭ বলে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলা জস ব্রাউন এদিন ব্যাট হাতে শাসন করেছেন সিডনির বোলারদের। ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলকে দেখিয়ে গেছেন পথ। সে পথে হেটে দলকে শক্ত অবস্থানে রেখে এসেছে ম্যাট রেনেশো ও ম্যাক্স ব্রায়ান্ট।
রেনেশো ২২ বলে ৪০ রানে রানআউট হয়ে ফেরার পর ১৯ বলে ২৯ রান করে ফেরেন ব্রায়ান্ট। এরপর অবশ্য সুবিধা করতে পারেনি দলটির আর কোনো ব্যাটার। শেষ দিকে দ্রুত উইকেট পড়লে ৮ উইকেটে ১৬৬ রানে থামে ব্রিসবেনের ইনিংস।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি সিডনির। সেই ধাক্কা বাকি ম্যাচেও সামলে উঠতে পারেনি দলটি। মাঝে ফিলিপ্স, হেনরিক্স ও ডেভিস কিছুটা লড়াই করলেও কেউই ইনিংস লম্বা করতে পারেননি। টেলেন্ডাররাও রাখতে পারেননি অবদান। স্পেন্সার জনসনের বোলিংয়ে দিশেহারা হতে হয়েছে সিডনির ব্যাটারদের। শেষ পর্যন্ত থামতে হয়েছে ১৭.৩ বলে ১১২ রান করে। আর তাতেই ৫৪ রানের বড় জয়ে দীর্ঘ ১১ বছরের শিরোপা খরা দূর হয়েছে ব্রিসবেনের।