মার্শকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারির ৯, ১১ ও ১৩ তারিখে মাঠে গড়াবে ম্যাচগুলো। যেখানে মিচেল মার্শকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং স্টিভেন স্মিথকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। যার ফলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মার্শের ওপর।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অ্যারন ফিঞ্চ অবসর নেওয়ার পরে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি যে স্থায়ীভাবে অস্ট্রেলিয়া দলের টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন। নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি নিশ্চিত করেছেন যে স্থায়ী অধিনায়কের বিষয়ে এই সিরিজের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রথমবারের মতো ঘরের মাটিতে অধিনায়কত্ব করবেন মার্শ। শক্তিশালী স্কোয়াড থাকায় তিনি বাড়তি কিছু সুবিধা পাবেন। তিনি বলেন, ‘আমি নিজেকে প্রমাণ করার কয়েকটি সুযোগ পেয়েছি এবং অবশ্যই বিগ ব্যাশে কাজটি ভালভাবে করেছি। তবে আন্তর্জাতিক ক্রিকেট আলাদা।‘
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া স্কোয়াডঃ
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।