এক্সট্রাফোভাল সেন্ট্রাল রোগে ভুগছেন সাকিব

এক্সট্রাফোভাল সেন্ট্রাল রোগে ভুগছেন সাকিব

ভারত বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যা ব্যাটিংয়ে বেশ ভুগাচ্ছিল তাকে। যা সরাতে ভারত, যুক্তরাষ্ট্র ও লন্ডনে ডক্টর দেখলেও তেমন ফল পাননি তিনি। মাঝে চশমা পরেও ব্যাট করতে দেখা গেছে তাকে। পরে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেলার পর চিকিৎসার জন্যে সিঙ্গাপুর যান তিনি। সেখানেই ধরা পড়ে তার চোখের সমস্যা। যা আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মূলত, সাকিব আল হাসানের বাম চোখে রেটিনার সমস্যা ধরা পড়েছে। যা নিয়ে বিসিবির সিনিয়র চিকিত্সক ড. দেবাশিস চৌধুরী বলেছেন, 'সাকিবের বাম চোখে সূক্ষ্ম সমস্যা রয়েছে। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পর এবং একাধিক চোখের মূল্যায়নের পর নিশ্চিত হওয়া গেছে যে তিনি এক্সট্রাফোভাল সেন্ট্রাল রোগে ভুগছেন। যা বাম চোখের সেরাস কোরিওরেটিনোপ্যাথি (CSR)।'

সাকিবের চোখে সমস্যার বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে দেখছে বিসিবি। যা নিয়ে আরও পর্যালোচনা করে তার চিকৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। যা পরবর্তীতে আরো আপডেট আকারে জানাবে বিসিবি।

চিকিৎসা শেষে আজ দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। তবে বিপিএলে রংপুরের জার্সিতে আবার কবে দেখা যাবে সাকিবকে সে বিষয়ে নিশ্চিত করেনি বিসিবি।

সম্পর্কিত খবর