বিগ ব্যাশে ছক্কার রেকর্ড গড়া ব্রাউন খেলবেন চট্টগ্রামে
বিগ ব্যাশের প্লে-অফ পর্বে রীতিমত ঝড়ই তুলেছিলেন জশ ব্রাউন। সব রেকর্ড ছিন্ন ভিন্ন করে খেলেছিলেন ৫৭ বলে ১৪০ বলের দুর্দান্ত এক ইনিংস। সে ইনিংসের পরই ব্রাউনের সঙ্গে যোগাযোগ শুরু করে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অবশেষে গতকাল বুধবার (২৪ জানুয়ারি) বিগ ব্যাশ ফাইনাল চলাকালে ব্রাউনকে দলে টানার ঘোষণা দিয়েছে চট্টলার দলটি।
প্লে-অফের মতো ফাইনালেও হেসেছে ব্রাউনের ব্যাট। শিরোপা নির্ধারণী ম্যাচে দলের পক্ষে ৩৮ বলে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।
এবার বিগ ব্যাশে অবশ্য প্লে-অফ পর্বের আগে খুব একটা জ্বলে ওঠেনি ব্রাউনের ব্যাট। ৬ ম্যাচ খেলে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি একটিও। কিন্তু কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। বিগ ব্যাশে এবার যেন সেই ‘ওস্তাদ’-এর মতোই আবির্ভূত হলেন তিনি। প্লে-অফের শেষ ম্যাচ আর ফাইনালে তার ব্যাট হয়ে উঠল খাপখোলা তলোয়ার। তাতেই দেড়শর উপর স্ট্রাইক রেটে করে ফেললেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৪ রান তার।
আগামী শুক্রবারই বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ব্রাউনের। সিলেটেই চট্টগ্রাম দলের সঙ্গে যোগ দেবেন। টুর্নামেন্টের পুরোটা সময়ই তাকে পাওয়ার কথা চট্টগ্রামের।