ব্যাটিং বিপর্যয়ে উইন্ডিজ, চাপ সামলাচ্ছে ইংল্যান্ড

ব্যাটিং বিপর্যয়ে উইন্ডিজ, চাপ সামলাচ্ছে ইংল্যান্ড

হায়দরাবাদ আর ব্রিসবেনে আজ একইসঙ্গে শুরু হয়েছে দুই টেস্ট। হায়দরাবাদে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, পাঁচ টেস্টের প্রথমটিতে মাঠে নেমেছে দুই দল। অন্যদিকে ব্রিসবেনে দুই টেস্ট সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করছে অস্ট্রেলিয়া।

ব্রিসবেনের গ্যাবায় দিবা-রাত্রির টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ বিপদেই পড়েছে উইন্ডিজ। এক সেশনেই খুইয়েছে ৫ উইকেট, রান উঠেছে মোটে ৬৭। অস্ট্রেলিয়ার তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স আর জশ হ্যাজেলউডের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারছে না তারা।

স্টার্ক মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন, একটি করে উইকেট গেছে কামিন্স এবং হ্যাজেলউডের ঝুলিতে। উইন্ডিজের হয়ে ত্যাগনারায়ণ চন্দরপল এবং কার্ক ম্যাকেঞ্জি ২১ রান করে করলেও ক্রিজে স্থায়ী হতে না পারায় এখন অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ক্যারিবিয়ানরা।

ওদিকে হায়দরাবাদে বাজবলের মন্ত্রে শুরুর পর স্পিনে খাবি খেয়েছে ইংল্যান্ড। জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের ৫৫ রানের উদ্বোধনী জুটির পর ৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় সফরকারীরা। দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দুটি এবং রবীন্দ্র জাদেজা একটি উইকেট তুলে নিলে মুহূর্তেই ৫৫/০ থেকে ৬০/৩ এ পরিণত হয় ইংল্যান্ডের ইনিংস।

তবে চতুর্থ উইকেটে জো রুট এবং জনি বেয়ারস্টোর ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে সে ধাক্কা সামাল দিচ্ছে তারা। প্রথম সেশন পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ১০৮। ১৮* রান নিয়ে ব্যাট করছেন রুট, হাত চালিয়ে খেলা বেয়ারস্টো পাঁচ চারে করেছেন ৩২*।

সম্পর্কিত খবর