স্পিনে নাকাল ইংল্যান্ডের ‘বাজবল’ টিকল মাত্র দুই সেশন

স্পিনে নাকাল ইংল্যান্ডের ‘বাজবল’ টিকল মাত্র দুই সেশন

ভারত সফরে ইংল্যান্ড দল মাঠে নামার আগেই থেকে প্রশ্ন ছিল ভারতের স্পিন বান্ধব উইকেটে বাজবল দাঁড়াতে পারবে তো। হায়দ্রাবাদ টেস্টে সেই শঙ্কাটাই সত্যি হলো। ভারতের স্পিনে নাকাল হয়েছে ইংলিশ ব্যাটাররা। গুঁটিয়ে গেছে ২৪৬ রানে। টিকতে পারেনি একদিনও।

হায়দ্রাবাদে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খারাপ করেনি ইংলিশরা। কোনো উইকেট না হারিয়েই দলীয় অর্ধশতক পূরণ করে ইংল্যান্ড। তবে এরপর দৃশ্যপট পাল্টাতে সময় নেয়নি ভারত। রবীচন্দ্রন অশ্বিন ও জাদেজার স্পিন ঘূর্ণিতে ৫৫ থেকে ৬০; মাঝের ৫ রানের ব্যবধানে ৩ ব্যাটারকে ধরতে হয়েছে সাজঘরের পথ। ইংলিশদের দুই ওপেনার জ্যাক ক্রাউলি ২০ ও বেন ডাকেট ফিরেন ৩৫ রান করে।

এরপর অলি পোপ দ্রুত ফিরলে খানিকটা লড়াই করেন জো রুট ও জনি বেয়ারস্টো। তবে তাদের ইনিংসও খুব বেশি লম্বা হয়নি। বেয়ারস্টো ৩৭ রানে ফেরার পর রুটকে ফিরতে হয়েছে ২৯ রানে। ১৩৭ রানে নেই ৬ স্বীকৃত ব্যাটার। শঙ্কা ঝেঁকে বসে দুশর নিচে অলআউট হওয়ার।

এদিন আরও একবার দলকে টানেন অধিনায়ক বেন স্টোকস। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে টেলেন্ডারদের নিয়ে লড়াই চালান তিনি। লড়েন দলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে। সহায়তাও পেয়েছেন বাকিদের থেকে। টেলেন্ডারদের ছোট ছোট ইনিংস খেলে সাজঘরে ফিরলেও দলকে শেষ পর্যন্ত টানেন স্টোকস।

শেষ পর্যন্ত যখন আর কোনো ব্যাটার নেই। তখন চালিয়ে খেলা শুরু করেন স্টোকস। এরপর থামেন ৮৮ বলে ৭০ রানে। সেই সঙ্গে শেষ ইংল্যান্ডের ইনিংস। ২৪৬ রানে প্রথম ইনিংস শেষ ইংল্যান্ডের। যেখানে তিনটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন। দুটি করে উইকেট তুলেছেন অক্ষর প্যাটেল ও জাসপ্রিত বুমরাহ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

ইংল্যান্ড: ২৪৬ (৬৪.৩ ওভার); (ডাকেট ৩৫, বেয়ারস্টো ৩৭, স্টোকস ৭০; জাদেজা ৩/৮৮, অশ্বিন ৩/৬৮)

সম্পর্কিত খবর