মাদক নিয়ে নিষিদ্ধ দুই জিম্বাবুইয়ান ক্রিকেটার
বিনোদনমূলক মাদক গ্রহণের জন্য জিম্বাবুয়ের দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। খেলোয়াড় দুজন হলেন ওয়েসলি মাধেভেরে আর ব্রেন্ডন মাভুতা।
গত বুধবার এক শুনানীতে দুজন মাদক গ্রহণের কথা স্বীকার করেন। এরপর আজ বৃহস্পতিবার তাদের ওপর নেমে আসে এই নিষেধাজ্ঞা। তারা বিনোদনমূলক মাদক গ্রহণ করেছিলেন। যা গেল ডিসেম্বরে আয়োজিত এক ঘরোয়া ডোপ টেস্টে প্রমাণিত হয়।
এই কারণে তাদেরকে চার মাসের জন্য নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এখানেই শেষ নয়। তিন মাসের বেতনের ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে তাঁদেরকে। এই বিষয়টি চলতি মাস থেকেই কার্যকর হবে।
জেডসি এক বিবৃতিতে জানায়, ‘মাদকের ক্ষেত্রে জেডসি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে কমিটি এটা বিবেচনা করেছে যে মাদক গ্রহণ একটি গুরুতর অপরাধ। দুজন খেলোয়াড় এ কাজটি করেছে। আর খেলাটিকে অসম্মানিত করেছে।’
জিম্বাবুয়ের আরও এক ক্রিকেটার কেভিন কাসুজার বিরুদ্ধেও উঠেছে মাদক গ্রহণের অভিযোগ। ঘরোয়া ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার পর থেকে তিনিও আপাতত নিষিদ্ধ আছেন। তার বিরুদ্ধে এখন একটি শুনানির আয়োজন করা হবে। এরপর তার বিষয়েও নেওয়া হবে কঠোর সিদ্ধান্ত।