সব পাওয়ার বছরে আইসিসির বর্ষসেরা কামিন্স
২০২৩ সালটাকে প্যাট কামিন্স সোনার ফ্রেমে বাঁধিয়েই রাখতে চাইবেন। কী জেতেননি এই বছরে? অ্যাশেজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপের শিরোপা… সবকিছু তিনি জিতেছেন আবার অধিনায়ক হিসেবে! কামিন্সের কাছে এই বছরটাকে আরেকটু বিশেষত্ব এনে দিল আইসিসি, গেল বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার গ্যারি সোবার্স ট্রফি উঠছে তার হাতে। এদিকে নারী ক্রিকেটে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ক্রিকেটার বনেছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট।
আজ এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে বিষয়টি। সে বিবৃতিতে আরও জানা যায়, ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন ভারতের বিরাট কোহলি এবং টেস্টে হয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা।
গ্যারি সোবার্স ট্রফি জেতার দৌড়ে কামিন্সের সঙ্গে ছিলেন কোহলি ও রবীন্দ্র জাদেজা আর তারই স্বদেশি ট্রাভিস হেড। তবে সবাইকে ছাপিয়ে বর্ষসেরার পুরস্কারটা উঠেছে কামিন্সের হাতে। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মোট ২৪টি ম্যাচ খেলে বল হাতে ৫৯ উইকেট এবং ব্যাট হাতে ৪২২ রান করেন তিনি।
তবে তার চেয়ে বেশি কৃতিত্বটা তার অধিনায়ক হিসেবেই। গেল বছর অস্ট্রেলিয়ার ট্রেবল জেতার প্রধান কুশীলব তো তিনিই! গেল বছরের জুনে তার নেতৃত্বে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে অজিরা। এরপর বছরের শেষ দিকে আবারও অজিদের ভারত বধ, এবারও শিরোপাজয়! রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। দুটোর মাঝে ইংল্যান্ডের মাঠে অ্যাশেজ সিরিজে ২-২ ড্র করে ট্রফিটা ধরে রাখে অস্ট্রেলিয়া। তারই সুবাদে মূলত বর্ষসেরার শিরোপাটা উঠছে কামিন্সের হাতে।
মেয়েদের ক্রিকেটে বর্ষসেরার র্যাচেল ফ্লিন্ট অ্যাওয়ার্ডটা টানা দ্বিতীয় বারের মতো জিতলেন সিভার-ব্রান্ট। ইংলিশ এই অলরাউন্ডারের সঙ্গে এবার শিরোপার লড়াইয়ে ছিলেন গেল বছর ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকার করা অ্যাশলেই গার্ডনার ও বেথ মুনি এবং সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুও। তবে শিরোপাটা শেষমেশ ওঠে ২০২৩ সালে ১৮টি ম্যাচ খেলে ৮৯৪ রান ও ৯ উইকেট নেওয়া সিভার-ব্রান্টের হাতেই।
ছেলেদের ওয়ানডেতে কোহলি বর্ষসেরা হয়েছেন শুবমান গিল, মোহাম্মদ শামি ও ড্যারিল মিচেলকে হারিয়ে। গেল বছর ২৭ ওয়ানডেতে ১৩৭৭ রান করেন কোহলি। এর মধ্যে বিশ্বকাপে করেন ৭৬৫ রান, গড়েন এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড।
টেস্টে বর্ষসেরা হওয়ার পথে খাজা হারিয়েছেন স্বদেশি ট্রাভিস হেড, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার বিদায়ী বছরে ১৩ টেস্টে ১২১০ রান করেন।
আইসিসি অ্যাওয়ার্ডস ২০২৩
• বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
• বর্ষসেরা নারী ক্রিকেটারের র্যাচেল ফ্লিন্ট ট্রফি- ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড)
• বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার- উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া)
• বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার- ভিরাট কোহলি (ভারত)
• বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার- চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
• বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার- সুরিয়াকুমার ইয়াদাভ (ভারত)
• বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার- হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)
• বর্ষসেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার- রাচিন রবীন্দ্র (নিউ জিল্যান্ড)
• বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটার- ফিবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া)
• সহযোগী দেশগুলোর বর্ষসেরা পুরুষ ক্রিকেটার- বাস ডে লেডে (নেদারল্যান্ডস)
• সহযোগী দেশগুলোর বর্ষসেরা নারী ক্রিকেটার- কুইন্টর অ্যাবেল (কেনিয়া)
• বর্ষসেরা আম্পায়ার- রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
• স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড- জিম্বাবুয়ে