সিলেটে সাকিব, খেলবেন খুলনার বিপক্ষে
চোখের সমস্যা তাকে বিশ্বকাপে ভুগিয়েছে। এবার বিপিএলেও ওই চোখের সমস্যা ভোগান্তিতে ফেলেছে সাকিব আল হাসানকে। যে কারণে এক ম্যাচ খেলেই তাকে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। তবে আপাতত সুখবর, বিপিএলে ফিরে এসেছেন তিনি চোখের চিকিৎসা শেষে। আজ সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামীকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচেও খেলবেন তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক ও উপদেষ্টা মেহরাব আলম চৌধুরীর সঙ্গে মিলে সিলেটে পা রাখেন সাকিব। আজ দলের সঙ্গে যোগ দেওয়ায় আগামীকাল খুলনার বিপক্ষে ম্যাচেও তার খেলার সম্ভাবনা প্রায় ১০০ ভাগ। যদিও তার আগে অনুশীলনের নেই আর তার সামনে।
গতকাল বিসিবির বিবৃতিতে জানা যায় তার চোখে সিএসআর রোগ বাসা বেধেছে। যে কারণে তিনি থাকবেন সার্বক্ষণিক তত্বাবধানে।
বিপিএলের চলতি মৌসুমে এ পর্যন্ত একটা ম্যাচেই খেলেছেন সাকিব। বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তিনি ছিলেন মাঠে। সেদিন ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ১৬ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। যদিও তার দল হেরেছিল সে ম্যাচে।
তার দল রংপুর রাইডার্স এ পর্যন্ত খেলেছে দুই ম্যাচে। তার মধ্যে জিতেছে একটিতে। সবশেষ ম্যাচে জেতা রংপুর সিলেট পর্বের শুরুটাও নিশ্চয়ই জয় দিয়েই করতে চাইবে।