নো বল বিতর্ক: শোয়েব মালিকের তদন্ত দাবি করলেন তারই দলের কর্ণধার
কোনো রাখঢাক করলেন না ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। সাফ জানালেন, ব্যাপারটা অবশ্যই রহস্যজনক। শোয়েব মালিকের এক ওভারে তিন তিনটি নো বলের ঘটনায় বাকিদের মতো আমিও অবাক হয়েছি। এখন এই বিষয়টা নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করলে তদন্ত করাই যেতে পারে।’
মিজানুর রহমান জানালেন, শোয়েব মালিকের সঙ্গে আমাদের লম্বা মেয়াদের চুক্তি ছিল। সে প্রতিশ্রুতি দিয়েছিল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিপিএলে থাকবে। কিন্তু দুবাই গিয়ে এখন বলছে ৬ ফেব্রুয়ারি ফিরবে। ততদিনে তো আমাদের সিলেট পর্ব শেষ হয়ে যাবে। তাই আমি তাকে বলে দিয়েছি আসার দরকারই নাই।’
এবারের বিপিএলে বরিশাল শুরুর তিন ম্যাচে শোয়েব মালিককে একাদশে রাখে। কিন্তু তিন ম্যাচে কোনটিতেই তিনি ব্যাটে-বলে তেমন কার্যকর কোনো ভুমিকা রাখতে পারেননি। উল্টো খুলনা টাইগার্সের বিরুদ্ধে ম্যাচে পাওয়ার প্লেতে এক ওভার বল করতে এসে ১৮ রানের খরচা গুনেন। সেই ওভারেই তিন তিনটা নো বল করে অনেক বিতর্ক ও সন্দেহের জন্ম দিলেন।
খোদ তার দলের মালিকই এখন শোয়েব মালিকের সেই তিনটি নো বলের তদন্ত দাবি করছেন। এই বিষয়ে বিপিএলের টেকনিক্যাল কমিটি কি ভাবছে? এই প্রশ্নের উত্তরে বিপিএলের টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান রকিবুল হাসান জানান, এটা তো টেকনিক্যাল কমিটির তদন্তের কোনো কাজ না। এসব বিষয়ের জন্য অন্য কমিটি রয়েছে। সেই কমিটি যদি মনে করে তাহলে তারা ব্যবস্থা নিতে পারে।
যেভাবে শোয়েব মালিকের এক ওভারে তিন তিনটি নো বল নিয়ে বিতর্ক ও সন্দেহের ডালপালা মেলছে তাতে এখন আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) যদি এই বিষয়টি এখতিয়ারে নেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ মালিক যে দলে এবার বিপিএলে খেলেছেন সেই দলের কর্ণধারই স্বয়ং এই বিষয়টির তদন্তের দাবি তুলেছেন।
বিষয়টি নিশ্চয়ই হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়।
খুলনা টাইগার্সের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হারে বরিশাল। ১৮৭ রানের বিশাল সঞ্চয় গড়েও সহজেই ম্যাচ হারে তামিম ইকবালের দল। সেই ম্যাচের চতুর্থ ওভারে শোয়েব মালিক বোলিং করেন। তাতেই তার নো বল হলো ৩টি! সবমিলিয়ে তার সেই ওভারে খরচা হলো ১৮ রান। ম্যাচের সবচেয়ে খুরুচে ওভার ওটাই। একজন স্পিনার ওভারে ১৮ রান দিতেই পারেন। কিন্তু তাই বলে এক ওভারেই তিনটি নো বল! এর মধ্যে শেষের নো বল যেটি হলো সেটা ছিল পপিং ক্রিজ থেকে প্রায় একহাত দুরে। যেন ওটা অবশ্যই নো বল হয়, এমন নিশ্চয়তা নিয়ে বোলার বল করলেন!
শোয়েবের সেই ওভার এবং নো বল কান্ডে সবাই অবাক। মাঠে দাড়ানো অধিনায়ক তামিম ইকবালও জিজ্ঞাসু চোখে তাকালেন। চারধারে হাসাহাসি উঠলো। মূহুর্তের মধ্যেই সন্দেহের তীর ছুটলো সামাজিক যোগাযোগ মাধ্যমে