যুক্তরাষ্ট্রকে হালকভাবে নিচ্ছে না যুবারা
যুব বিশ্বকাপের এবার আসরটা ধাক্কা দিয়েই শুরু হয়েছিল বাংলাদেশের। তবে পরের ম্যাচেই দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছে যুবারা। এবার তা ধরে রাখার পালা। গ্রুপপর্বে আজ (শুক্রবার) বাংলাদেশের শেষ ম্যাচ, যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সহজ সমীকরণে পরের রাউন্ডে পৌঁছাতে জয়ের বিকল্প নেই। যদিও এতে গ্রুপ রানার্স-আপ হয়েই পরের ওঠার সম্ভাবনা বেশি। কেননা নিজেদের দুই ম্যাচ জয়ের শীর্ষের অবস্থান বেশ ভালবভাবেই পাকাপোক্ত করে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
দ্বিতীয় ম্যাচে আইরিশরা বেশ ভালো লড়াই চালালেও ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশের যুবারা। গ্রুপ-’এ’ তে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ। নিজেদের দুই ম্যাচের একটিতেো জয়ের দেখা পায়নি যুক্তরাষ্ট্র। এতে ম্যাচ একপেশে হওয়ার সম্ভাবনা থাকলেও বিপক্ষ দলকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
এই ম্যাচে নিজেদের ভাবনা নিয়ে রাব্বি বলেন, ‘ওরাও (যুক্তরাষ্ট্র) ভালো ক্রিকেট খেলছে। আমরা ওদেরকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। প্রক্রিয়া অনুসরণ করে নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই।’
যদিও এ ম্যাচে হারলেও কাগজে-কলমের হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। এতে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচ ভারত-যুক্তরাষ্ট্রের দিকে। তবে সেসব শঙ্কা এড়াতে জয়ের লক্ষ্য নিয়েই নামবেন শিবলি-রাব্বিরা। সেই ব্লুমফন্টেইনেই নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।