পিএসএল থেকে নাম প্রত্যাহার রশিদের
অস্ত্রোপচার করিয়েছেন মাস দুই আগেই। তবে সেখান থেকে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠেননি আফগানিস্তানের রশিদ খান। এতে এর আগে নাম সরিয়ে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, দক্ষিণ আফ্রিকার এসএ টি-২০ থেকে। এবার আসন্ন পিএসএল (পাকিস্তান সুপার লিগ) থেকেও নিজের নাম সরিয়ে নিলেন এই তারকা লেগ স্পিনার।
পুনর্বাসন প্রক্রিয়া নিজেদের শক্তভাবে ফিরিয়ে আনতে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে চান রশিদ। ফ্রাঞ্চাইজি লিগ ছাড়াও এ সময়ে একাধিক আন্তর্জাতিক ম্যাচেও খেলা হয়নি তার। সবশেষ ভারত সফরে দলের সঙ্গেই ছিলেন। তবে খেলা হয়নি এক ম্যাচও। এতে আসন্ন পিএসএল দিয়েই রশিদের মাঠের ফেরার কথা আশা করছিল সবাই। এবার সেখানেও বাড়ল অপেক্ষা।
তবে ক্রিকইনফোর সূত্রমতে, আইপিএলের আগেই সুস্থ হয়ে উঠবেন রশিদ। এবং সব ঠিকঠাক থাকলে সেখানে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন রশিদ। একইসঙ্গের দেশের হয়ে কয়েকটি ম্যাচেও খেলার সম্ভাবনা রয়েছে তার।
পিএসএলে সবশেষ তিন আসরেই লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রশিদ। এর মধ্যে ২০২৩ আসরে ১১ ম্যাচেই নিয়েছেন ২০ উইকেট, যা আসরের তৃতীয় সর্বোচ্চ। ফাইনালে জিতে দলের শিরোপা জয়েও রেখেছেন ভূমিকা। এতেই এ তারকা স্পিনারকে পাওয়ার শঙ্কা থাকলেও ডিসেম্বরে হয়ে যাওয়া প্লেয়ার ড্রাফটের আগে রশিদকে দলের সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ধরে রাখে ফ্রাঞ্চাইজিটি। হয়তো পরের আসরেও তাকে দলের রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে লাহোর।