দুপুরে ম্যাচ সাকিবের রংপুরের, সন্ধ্যায় মাশরাফির সিলেটের 

দুপুরে ম্যাচ সাকিবের রংপুরের, সন্ধ্যায় মাশরাফির সিলেটের 

ঢাকা পর্বের প্রথম ভাগ শেষে বিপিএল এখন চায়ের দেশ সিলেটে। হাড় কাঁপানো শীত, চা বাগানের মধ্যে মনোমুগ্ধকর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সঙ্গে স্পোর্টিং উইকেট। এসব দিয়েই আজ (শুক্রবার) থেকে শুরু বিপিএলের সিলেট পর্ব। চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।  

দিনের প্রথম ম্যাচে মাঠে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে আসরের এই অবস্থানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এদিকে সন্ধ্যার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্স। সেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যায় ৭টায়।  

দুই ম্যাচের দুটিতেই জিতে তালিকার সবার ওপরে খুলনার টাইগাররা। যেখানে এখনো জয়ের মুখ না দেখা সিলেট সবার তলানিতে। এবার ঘরের মাঠে তাদের ম্যাচই সবার বেশি, পাঁচটি। সেখানে নিজেদের জয়ের ধারায় আনতেই লড়বে চায়ের দেশের দলটি। 

সিলেট পর্ব শুরুর আগে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন দেশের ক্রিকেটাররাই। তিন ম্যাচে ১৫৬ রান করে ব্যাটারদের তালিকার সবার ওপরে আছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। স্বল্প এই ফরম্যাটের আন্তর্জাতিক অঙ্গনকে বিদায় বললেও মাঠের খেলায় নিজেকে প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই ডানহাতি ব্যাটার। এদিকে দুই ম্যাচে সমান ৫ উইকেট তুলে বোলারদের শীর্ষে দেশে দুই তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 

সম্পর্কিত খবর