ব্রিসবেনে এবার ধুঁকছে অজিরাই 

ব্রিসবেনে এবার ধুঁকছে অজিরাই 

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সেই ব্যর্থতার ধারাতেই শুরু হয়েছিল ব্রিসবেন টেস্টও। ৬৪ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। এতে দিন শেষের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে উইন্ডিজ দলের। তবে সেখানে কাভেম-জশুয়ার ব্যাটিং নৈপুণ্যে মান বাঁচে সফরকারীদের। সংগ্রহ যায় তিনশ ছাড়িয়ে। 

প্রথম দিনের শঙ্কা ছাপিয়ে দ্বিতীয় দিনে আরও ১৮ ওভার খেলেছে তারা। সেখানে ৩১১ রানে থামে সফরকারীদের প্রথম ইনিংস। 

ব্যাটিংয়ে শেষ দিকে নৈপুণ্য দেখিয়ে বোলিংয়েও তা ধরে রেখেছে ক্রেইগ ব্রাথওয়েটের দল। কিমার রোচের পেস তোপে যেন দাঁড়াতেই পারলো না অজি টপ-অর্ডার। ২৪ রানেই নেই ৪ উইকেট। 

এর আগে ব্যাট করতে নেমে শুরুর চাপ সামলে নেয় ষষ্ঠ উইকেটে কাভেম হজ ও জশুয়া দা সিলভার ১৪৯ রানের জুটি। সেখানে দলীয় সর্বোচ্চ ৭৯ রান করে আউট হন জশুয়া। পরে কাভেমের ৭১ এবং শেষ দিকে সিনক্লেয়ারের ৫০ রানের ভরে ভালো সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

ওয়েস্ট ইন্ডিজ: ৩১১ (১০৮ ওভার); (জশুয়া ৭৯, কাভেম ৭১, সিনক্লেয়ার;স্টার্ক ৪/৮২, হ্যাজলউড ২/২০)

 

সম্পর্কিত খবর