যুক্তরাষ্ট্রে বিপক্ষে আগে ব্যাট করছে শিবলিরা

যুক্তরাষ্ট্রে বিপক্ষে আগে ব্যাট করছে শিবলিরা

বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নেমছে বাংলাদেশ যুব দল। সেখানে টস ভাগ্যটা যুক্তরাষ্ট্রের পক্ষে থাকেলও ম্যাচের ভাগ্য নিজেদের করে নিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

গ্রুপ-'এ' পয়েন্ট তালিকায় দুই ম্যাচে ১ জয় ও ১ হার নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। এতে সুপার সিক্সে রানার্স-আপ হয়ে পৌঁছাতে এ ম্যাচে জয়ের দরকার মাহফুজুর রহমান রাব্বির দলের।

বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। বর্শনের বদলে একাদশে জায়গা মিলেছে আরেক বোলার ইকবাল হোসেন ইমনের।

বাংলাদেশ যুব একাদশ:

আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

সম্পর্কিত খবর