ফের অঘটন, অস্ট্রেলিয়ান ওপেন থেকে জোকোভিচের বিদায়
একদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন কার্লোস আলকারাজ। তখন থেকেই বলা হচ্ছিল, নোভাক জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয় এখন কেবলই সময়ের অপেক্ষা। তবে রড লাভার এরেনাতে শুক্রবার দেখা গেল ভিন্ন চিত্র। ২২ বছরের তরুণ ইয়ানিক সিনারের কাছে এদিন পাত্তাই পেলেন না রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক। হেরে বসলেন ৩-১ সেটে। বলতে গেলে লড়াই-ই করতে পারলেন না ৩৬ বছর বয়সী এই সার্বিয়ান।
অস্ট্রেলিয়ার ওপেনকে বলা হতো জোকোর দুর্গ। যেখানে ক্যারিয়ারের রেকর্ড সর্বোচ্চ ১০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। আসরের শুরু থেকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। টেনিস ছেড়ে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা গেছে তাকে। অস্ট্রেলিয়ান ওপেনে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে নেমেছিলেন। তার ওপর প্রতিপক্ষ চতুর্থ বাছাই থেকে উঠে আসা এক তরুণ। যেন তিনি জানেন, তার জন্য অপেক্ষা করে আছে ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম। আরেকটা ম্যাচ পরেই যা উঁচিয়ে ধরবেন তিনি।
তবে এদিন ইয়ানিক সিনার তাকে চমকেই দিলেন বলা চলে। ইতালিয়ান এই তরুণ জানান দিলেন বয়স কিংবা কখনো গ্র্যান্ড স্ল্যাম না জিতলেও অস্ট্রেলিয়ান ওপেনে আসার আগে প্রস্তুতিটা ভালোই নিয়েছেন তিনি। জোকোভিচ তার কাছে প্রথম দুই সেটে দাঁড়াতেই পারল না। হেরে বসল ১-৬, ২-৬ সেটে। তৃতীয় সেটে অবশ্য শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে ম্যাচ টাইব্রেকে নিয়ে যান জোকোভিচ। সেখানে (৮-৬) ব্যবধানে জিতে সেট জিতেন ৭-৬-এ।
পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতার রেকর্ডটা জোকোভিচের পুরনো। সবশেষ ম্যাচেও সেটি দেখিয়েছেন। তাই এ ম্যাচেও সেটি করে দেখাবেন; জোকোর কাছ থেকে এমন প্রত্যাশাই ছিল সমর্থকদের। তবে এদিন আর সেটি হয়নি। ৩-৬ সেটে গেম জিতে ৩-১ ব্যবধানের জয়ে ফাইনালে পা রাখেন সিনা। আরেকটি অঘটনের সাক্ষী হয় অস্ট্রেলিয়ান ওপেন। সাম্রাজ্য ছেড়ে বিদায় নিতে হয় জোকোভিচকে।
অন্যদিকে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে হারিয়ে ইতিহাসের প্রথম ইতালিয়ান খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে একক ইভেন্টের ফাইনালে উঠলেন সিনার। একই সঙ্গে ২০০৮ সালের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককে ফাইনালে উঠলেন সিনার। এদিন তার বয়স ছিল ২২ বছর ১৬৩ দিন। আগামী রোববারে ফাইনালে সিনারের প্রতিপক্ষ হবেন দানিল মেদভেদেভ এবং অ্যালেক্সান্ডার জভেরেভের মধ্যে জয়ী খেলোয়াড়।