রংপুরকে খুলনার ১৬১ রানের টার্গেট

  • নিউজরুম এডিটর
  • ০৩:৩৯ পিএম | ২৬ জানুয়ারি, ২০২৪

বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুরের জার্সিতে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। চোখের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেই খেলতে নেমেছেন সাকিব। তার ফেরার দিনে টসে জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে রংপুর।

দলীয় ৬৪ রানে এভিন লুইস ২৫ বলে ৩৭ রানে ফিরলে সেই চাপ আরও বাড়ে। তবে দায়িত্ব নিয়ে দলকে টেনে তুলে চ্যালেঞ্জিং টার্গেট দিতে ব্যাট হাতে দারুণ ভূমিকা রেখেছেন দাসুন শানাকা ও মোহাম্মদ নাওয়াজ। তাদের দু’জনের ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে খুলনা।

এদিন ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি এনামুল হক বিজয়। ৭ বলে ০ রান করে সাজঘরে ফেরেন আগের ম্যাচের জয়ের নায়ক। এরপর এভান লুইসকে সঙ্গ দিতে পারেননি মাহমুদুল হাসান জয়ও। ১১ বলে ৭ রান আসে তার ব্যাট থেকে। দায়িত্ব নিতে পারেননি আফিফ হোসেনও। মাত্র ৪ রান করেই সাজঘরের পথ ধরেন তিনি। তবে অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখছিলেন লুইস। তবে বাকিদের ব্যর্থতার চাপ নিতে না পেরে ৩৭ রানে থামতে হয় তাকেও। ফেরার আগে ২৫ বলে ৩৭ রান আসে তার ব্যাট থেকে।

এরপর অবশ্য দলকে লম্বা সময় সার্ভিস দিয়েছে দলটির দুই বেদিশে ক্রিকেটার শানাকা ও নাওয়াজ। পঞ্চম উইকেট জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৭৭ রান। স্কোরবোর্ডে শক্ত ভিত পায় খুলনা। ৩৩ বলে ৪০ রান করে শানাকা ফিরলে পরে সেই ভিতটাকে আরেকটু পোক্ত করে আসেন নাওয়াজ। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৫৫ রান। খুলনার ইনিংস থামে ৬ উইকেটে ১৬০ রানে।

খেলার দুনিয়া | ফলো করুন :