যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ

  • নিউজরুম এডিটর
  • ০৪:১৪ পিএম | ২৬ জানুয়ারি, ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ। দলীয় শত রানের আগেই যুবাদের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র। শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেন শুরুর তিন ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভার শেষে ৩ উইকেট খরচায় ১১৫ রান। উইকেটে জুটি গড়ে বাংলাদেশকে সঠিক পথে ফেরাতে লড়ছেন আরিফুল ইসলাম ও আহরার আমিন।

এর আগে প্রথম দুই ম্যাচের একটি হার ও একটি জয় নিয়ে টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ। আজ হারলে দ্বিতীয় রাউন্ডে খেলা শঙ্কায় পড়ে যাবে বাংলাদেশের। অন্যদিকে জয়ে মিলবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। এমন সমীকরণে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

সাবধানী শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও আশিকুর রহমান শিবলি। ২৮ বলে ১৩ রান করে সিদ্দিক ফেরার পর শিবলি ফিরেছেন ৪৫ বলে ২৭ রান করে। রিজওয়ান অবশ্য তাদের থেকে কিছুটা বল কম খেলেছেন। দলকে টানছিলেন রান রেট ঠিক রেখেই। তবে ৪০ বলে ৩৫ রান করার পর তাকেও ফিরতে হয়েছে। ৯৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে জুটি গড়ে দলকে টানছেন আরিফুল ও আহরার। তাদের ব্যাটিংয়ের দিকেই তাকিয়ে বাংলাদেশ।

খেলার দুনিয়া | ফলো করুন :