ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড না নিয়েই ইনিংস ঘোষণা অজিদের
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩১১ রানের জবাবে ব্যাট হেতে নেমেই ক্যারিবিয়দের বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৫৪ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে হাল ধরে দলকে দেড়শ পর্যন্ত নিয়ে যান উসমান খাজা ও অ্যালেক্স ক্যারি। এরপর শেষ দিকে অজি অধিনায়কের অপরাজিত ৭৩ বলে ৬৪ রান করলে ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর অবশ্য আর ব্যাটিং না করে ১৮৯ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ২২ রানে লিড পায় সফরকারীরা।
এদিন অবশ্য বল হাতে স্বপ্নের মতো শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। অভিজ্ঞ কেমার রোচ ও আলজারি জোসেফ তাণ্ডব চালিয়েছেন অজি ব্যাটারদের ওপর। নতুন বলে দ্রুত সাফল্য এনে দিয়েছেন দলকে। তাদের বোলিং তোপের মুখে পড়ে ৫৪ রানেই ফিরতে হয়েছে অজিদের ৫ ব্যাটারকে।
সেখান থেকে দলকে টেনে তুলেন খাজা। তাকে সঙ্গ দেন অ্যালেক্স ক্যারি। একটা সময় ক্যারি ৪৯ বলে ৬৫ রান করে ফিরলে খাজাকে সঙ্গ দেন অধিনায়ক প্যাট কামিন্স। একটা সময় ১৩১ বলে ৭৫ রান করে ফিরতে হয় খাজাকেও।
তবে দলকে শেষ পর্যন্ত টেনেছেন কামিন্স। ৭৩ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন সদ্য আইসিসির বর্ষসেরা পুরস্কার পাওয়া কামিন্স। তবে ৯ উইকেট পড়লে হ্যাজেলউডকে ব্যাট করতে নামতে হয়নি। লিড না পেলেও ১৮৯ রানেই ইনিংস ঘোষণা করে অজিরা। ক্যারিবিয় বোলারদের মধ্যে ৪ উইকেট নিয়েছেন জোসেফ। ৩ উইকেট তুলেছেন রোচ।