রংপুরকে হারিয়ে টানা তৃতীয় জয় খুলনার

  • নিউজরুম এডিটর
  • ০৫:৩৯ পিএম | ২৬ জানুয়ারি, ২০২৪

চলতি বিপিএলে দারুণ সময় পার করছে খুলনা টাইগার্স। ঢাকা পর্বের দুই ম্যাচ জয়ের পর সিলেট পর্বের প্রথম ম্যাচেও জয় তুলেছে দলটি। হারিয়ে দিয়েছে শক্তিশালী রংপুর রাইডার্সকে। নিজেদের তৃতীয় ম্যাচে রংপুরকে ১৬১ রানের টার্গেট দিয়ে ম্যাচ জিতেছে ২৮ রানে।

১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে এদিন শুরু থেকেই ধুঁকতে হয়েছে রংপুর ব্যাটারদের। আগের ম্যাচে রংপুরের জয়ের নায়ক বাবর আজম এদিন ফিরেছেন ৮ বলে ২ রান করে। আরেক বিদেশি ব্র্যান্ডন কিং এদিনও ব্যর্থ। ফিরেছেন ১ রান করে। মাঝে শামিম হোসেন ও মোহাম্মদ নবী দলকে জয়ের স্বপ্ন দেখালেও সেই স্বপ্নের পথে বেশিদূর হাঁটা হয়নি শামীমের। ২২ বলে ৩০ রান করে ফিরেন তিনি।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে রংপুর। নবীকে সঙ্গ দিতে পারেনি কোনো ব্যাটার। অধিনায়ক নুরুল ও সাকিব আল হাসান দু’জনেই ব্যাট হাতে কিছুই করতে পারেননি। তবে উইকেটে ছিলেন নবী। তবে এদিন তাকে সঙ্গ দিতে পারেনি দলটির কোনো ব্যাটার। ৩০ বলে ৫০ করে তিনি ফিরলে ১৩২ রানে থামে রংপুরের ইনিংস। খুলনার হয়ে ৪ উইকেট নিয়েছেন দাসুন শানাকা।

এর আগে এদিন ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। ৭ বলে ০ রান করে সাজঘরে ফেরেন আগের ম্যাচের জয়ের নায়ক। এরপর এভান লুইসকে সঙ্গ দিতে পারেননি মাহমুদুল হাসান জয়ও। ১১ বলে ৭ রান আসে তার ব্যাট থেকে। দায়িত্ব নিতে পারেননি আফিফ হোসেনও। মাত্র ৪ রান করেই সাজঘরের পথ ধরেন তিনি। তবে অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখছিলেন লুইস। তবে বাকিদের ব্যর্থতার চাপ নিতে না পেরে ৩৭ রানে থামতে হয় তাকেও। ফেরার আগে ২৫ বলে ৩৭ রান আসে তার ব্যাট থেকে।

এরপর অবশ্য দলকে লম্বা সময় সার্ভিস দিয়েছে দলটির দুই বেদিশে ক্রিকেটার শানাকা ও নাওয়াজ। পঞ্চম উইকেট জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৭৭ রান। স্কোরবোর্ডে শক্ত ভিত পায় খুলনা। ৩৩ বলে ৪০ রান করে শানাকা ফিরলে পরে সেই ভিতটাকে আরেকটু পোক্ত করে আসেন নাওয়াজ। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৫৫ রান। খুলনার ইনিংস থামে ৬ উইকেটে ১৬০ রানে।

খেলার দুনিয়া | ফলো করুন :