আরিফুলের সেঞ্চুরি, যুক্তরাষ্ট্রকে তিনশ ছুঁইছুঁই টার্গেট বাংলাদেশের

  • নিউজরুম এডিটর
  • ০৫:৫৮ পিএম | ২৬ জানুয়ারি, ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসে শুরু পেলেও লম্বা করতে পারেননি টপ অর্ডারের তিন ব্যাটার। দলীয় শত রানের আগেই নেই ৩ উইকেট। সেখান থেকে হাল ধরে সেঞ্চুরি তুলে দলকে শক্ত অবস্থানে রেখে এসেছেন আরিফুল ইসলাম। তুলে নিয়েছেন চলতি আসরে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। আর তাতেই যুক্তরাষ্ট্রকে ২৯২ রানের কঠিন টার্গেট ছুড়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে এদিন টসে হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশ। যদিও ইনিংস লম্বা করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও আশিকুর রহমান শিবলি। ২৮ বলে ১৩ রান করে সিদ্দিক ফেরার পর শিবলি ফিরেছেন ৪৫ বলে ২৭ রান করে।

রিজওয়ান অবশ্য তাদের থেকে কিছুটা বল কম খেলেছেন। দলকে টানছিলেন রানরেট ঠিক রেখেই। তবে ৪০ বলে ৩৫ রান করার পর তাকেও ফিরতে হয়েছে। ৯৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রত্যাশাটা তাই ছিল আরিফুলের ওপর। হতাশ করেননি তিনি।

আহরারের সঙ্গে চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান আরিফুল। তাদের জুটিতে স্কোরবোর্ডে জমা হয় ১২২ রান। খুব একটা বল নষ্ট করেননি এই দুই ব্যাটার। স্ট্রাইক রেট বজায় রেখে রান তুলেছেন। তাতে চাপ বাড়েনি বাংলাদেশের। উইকেটে নামা বাকি ব্যাটাররাও খেলতে পেরেছেন আগ্রসী ক্রিকেট।

ফিফটির কাছে গিয়ে ৪৯ বলে ৪৪ রান করে আহরার ফিরলে শিহাব জেমসকে নিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন আরিফুল। ১০৩ বলে ৯ চারে ১০৩ রান করে সাজঘরে ফেরার আগে দলকে রেখে যান শক্ত অবস্থানে। সেই অবস্থানটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যান শেষের ব্যাটাররা। আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। যুক্তারাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ইনিংস থামেছে ৭ উইকেটে ২৯১ রানে।

খেলার দুনিয়া | ফলো করুন :