রাহুল-জাদেজার ব্যাটে দ্বিতীয় দিনটাও ভারতের
হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডকে ২৪৬ রানে আটকে দিয়ে বাজবলের ন্যায় ব্যাট চালায় ভারত। স্কোরবোর্ডে জমা করে ১ উইকেটে ১১৯ রান। দ্বিতীয় দিনের পুরোটা সময়ই ব্যাট করেছে ভারত। দাপট দেখিয়েছে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। ইংলিশদের ২৪৬ রান টপকে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৪২১ রান জমা করেছে ভারত। দিন শেষে ইংলিশদের চেয়ে এগিয়ে আছে ১৭৫ রানে।
তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন জাদেজা ও অক্ষর প্যাটেল। ১৫৫ বলে ৮১ রানে অপরাজিত আছেন জাদেজা। ৬২ বলে ৩৫ রানে ব্যাট করতে আসবেন অক্ষর।
দ্বিতীয় দিনে অবশ্য ইনিংসটাকে লম্বা করতে পারেননি আগের দিন আগ্রাসী ক্রিকেট খেলা জয়সওয়াল। ৭৪ বলে ৮০ রানে ফিরতে হয়েছে তাকে। এরপর শুভমান গিল ফিরেন ২৩ রানে। উইকেটে জমে গিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন রাহুল-শ্রেয়াস। শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন শ্রেয়াস। থামেন ৩৫ রানে।
এরপর জাদেজা হাল ধরেন। একটা সময় সেঞ্চুরির আশা জাগিয়ে রাহুল ফিরেন ৮৬ রানে। তবে শ্রিকর ভরতকে নিয়ে ফিফটি তুলেন জাদেজা। ভরত ৪১ রানে ফেরার পর টিকতে পারেননি রবীচন্দ্রন অশ্বিন। তবে শেষদিকে ব্যাট হাতে জাদেজাকে ঠিকই সঙ্গ দিয়েছেন অক্ষর। জাদেজার সঙ্গে দিনটা শেষ করে এসেছেন তিনি। যাতে হায়দ্রাবাদ টেস্টে বেশ শক্ত অবস্থানে আছে ভারত।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ইংল্যান্ড: ২৪৬ (৬৪.৩ ওভার); (ডাকেট ৩৫,বেয়ারস্টো ৩৭, স্টোকস ৭০; জাদেজা ৩/৮৮, অশ্বিন ৩/৬৮)
ভারত: ৪২১/৭ (১১০ ওভার); (জয়সওয়াল ৮০, রাহুল ৮৬, জাদেজা ৮১*, অক্ষর ৩৫*; রুট ২/৭৭, হার্টলি ২/১৩১)