বিপিএল বিতর্কের পর মুখ খুললেন শোয়েব
তৃতীয় বিয়ের পর এখন হানিমুনের মেজাজে থাকার কথা ছিল তার। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে যেন সব এলোমেলো হয়ে গেল! ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ওপর। বিতর্কে জড়িয়ে পড়া পাকিস্তানি অলরাউন্ডার এবার মুখ খুললেন। আত্মপক্ষ সমর্থন করলেন তিনি।
পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের খবর প্রকাশ্যে জানানোর এক সপ্তাহের মধ্যে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠায় শোয়েব বিব্রত। বিপিএলের ঢাকা পর্ব শেষ হতেই পারিবারিক কারণ দেখিয়ে ফিরে গিয়েছেন দুবাই। এরমধ্যে বিতর্কে যখন উত্তাল চারপাশ তখন শুক্রবারে সোশ্যাল মিডিয়ায় বিপিএলের সঙ্গে চুক্তি শেষ এবং ম্যাচ গড়াপেটা বিতর্কের জবাব দিয়েছেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী।
খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিন ‘নো বল’, সেটাও ওভার স্টেপিংয়ের কারণে! ২৩ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে দুবাই চলে যাওয়া এবং সেখান থেকে এজেন্টের মাধ্যমে বিপিএলে এবার আর না ফেরার সিদ্ধান্ত জানিয়ে তোপের মুখে ফরচুন বরিশালের এই ক্রিকেটার।
সন্দেহ প্রকাশ করা হচ্ছে অফ স্পিনার হয়েও শোয়েব মালিক ওভার স্টেপিংয়ের কারণে ওই তিনটি ‘নো’ বলে স্পট ফিক্সিংয়ের গন্ধ থাকতে পারে। তিনি হয়তো ইচ্ছে করেই এটা করেছেন।
এ অবস্থায় এক্স-এ শোয়েব বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, কড়াভাবেই এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি। যে কোনো তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই-বাছাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। যেসব গুজব ছড়ানো হয়েছে বিশেষ করে সেগুলোর কারণেই এটার ওপর জোর দিচ্ছি আমি।’
শোয়েব মালিক আরও বলেন, ‘দেখুন, ফরচুন বরিশালে আমার ভূমিকা নিয়ে সম্প্রতি যে গুজব ছড়ানো হয়েছে, সেগুলো আমি প্রত্যাখ্যান করছি। আমাদের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মিলিতভাবেই সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। সামনের ম্যাচগুলোর জন্য ফরচুন বরিশালকে আমার শুভকামনা। যদি তাদের প্রয়োজন হয়, আমি তাদের সহায়তা করার জন্য প্রস্তুত আছি। খেলায় আমি সব সময়ই আনন্দ খুঁজে পাই এবং সামনেও তাই খুঁজে যাব।’
লেখার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব মালিক। তাতে শোয়েবের মুখপাত্র তার বক্তব্য পরে শুনিয়েছেন।