১৪৭ বলে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভারতের তন্ময়ের  

১৪৭ বলে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভারতের তন্ময়ের  

স্ট্রাইক রেট ২০২। সহজ আন্দাজে টি-টোয়েন্টি ম্যাচে। তবে না, এমনকি সাদা বলের কোনো ফরম্যাটেই না। প্রথম শ্রেণির ক্রিকেটে বলের দ্বিগুণ গতিতে রান তুলে রীতিমত রেকর্ড বনে গেছেন ভারতের হায়দরাবাদের তন্ময় আগারওয়াল। রঞ্জি ট্রফিতে গতকালের (শুক্রবার) ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে করেছেন ১৪৭ বলে ৩০০ রান। যা প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড। এই কীর্তি গড়ার দিনে ১৬০ বলে ২১ ছক্কা ও ৩৩ চারের মারের ৩২৩ রানে অপরাজিত আছেন এই ব্যাটার। 

দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার মার্কো মারাইসের। ২০১৭ সালে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে ১৯১ বলে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার তন্ময় তা ছাড়িয়ে গেলেন ৪৪ বল কম খেলেই।

এদিন রান বন্যায় সঙ্গে রেকর্ডেও যেন বন্যায় ভাসিয়েছেন ভারতের এই ব্যাটার। এত দিন প্রথম শ্রেণির ক্রিকেটে এক দিনে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল বীরেন্দর শেবাগের। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক দিনে ২৮৪ রান করেছিলেন ভারতের সাবেক এই ওপেনার। সেই রেকর্ড ভেঙ্গে এক দিনে ৩২৩ রান তুলেছেন তন্ময়। 

এদিকে ঘরোয়া কোনো টুর্নামেন্টে এক ইনিংসে ভারতের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা ছিল ইশান কিশানের, ১৪টি। সেটি ছাড়িয়ে ইতিমধ্যেই ২১টি ছক্কা হাঁকিয়েছেন তন্ময়। এছাড়া তার ব্যাটিং ঝড়ে দলের হিসেবেও গড়েছে নতুন রেকর্ড। এদিন আগে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৪ বলে ১৭২ রানে অলআউট হয়ে যায় অরুনাচল প্রদেশ। পরে ব্যাট করতে নেমে দিন শেষে ৪৮ ওভারে ১ উইকেটে ৫২৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে হায়দরাবাদ। এতে এক দিনে মোট রান দাঁড়ায় ৭০১, যা প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ডটি ৭২১ রানের। 

সম্পর্কিত খবর