হায়দরাবাদে ভারতের ১৯০ রানের বিশাল লিড
ইংলিশ ‘বাজবলে’ যেন তাদেরকেই ভোগাল স্বাগতিকরা। ব্যাট হাতে আহামরি সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হওয়ার পর বোলিংয়েও মলিন উড-রেহানরা। সেখানে শেষ দিকে এসে মান বাঁচালো পার্ট-টাইম বোলার জো রুট। শেষে এসে তার নেওয়া ৪ উইকেটে ভারতের বিশাল সংগ্রহের রাস্তা কিছুটা হলেও কমিয়েছেন এই স্পিনার। টেস্টের দ্বিতীয় দিন ৭ উইকেটে ৪২১ রানে শেষের পর তৃতীয় দিনে কেবল ১৫ রান যোগ করলো ভারত। এতে সবকটি উইকেটে প্রথম ইনিংস শেষে রোহিত শর্মার দলের সংগ্রহ দাঁড়ালো ৪৩৬। ইংলিশদের চেয়ে ১৯০ রানে এগিয়ে ভারত।
সংগ্রহটা ৪৩৬ রানের বিশালাকার হলেও ইনিংসে সেঞ্চুরির দেখা পায়নি কেউই। ৮০-এর ঘরে এসে ফিরছেন জয়সোয়াল, রাহুল এবং শেষে জাদেজা। এর মধ্যে ১৮০ বলে দলীয় সর্বোচ্চ ৮৭ করেছেন জাদেজা। বোলিংয়ে মূল বোলারদের ছাপিয়ে নৈপুণ্য দেখালেন রুট। তার আর উইকেট বাদে দুটি করে উইকেট নিয়েছেন হার্টলি ও রেহান।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪৬ রান তোলে সফরকারীরা। সেখানে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন অধিনায়ক বেন স্টোকস।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ইংল্যান্ড: ২৪৬ (৬৪.৩ ওভার); (ডাকেট ৩৫,বেয়ারস্টো ৩৭, স্টোকস ৭০; জাদেজা ৩/৮৮, অশ্বিন ৩/৬৮)
ভারত: ৪৩৬/৭ (১২১ ওভার); (জয়সওয়াল ৮০, রাহুল ৮৬, জাদেজা ৮৭, অক্ষর ৪৪; রুট ৪/৭৯, হার্টলি ২/১৩১)