পা ঠিক থাকলে পরের বিপিএলেও খেলতে চান মাশরাফি
ক্যারিয়ার জুড়ে চোট সমস্যা তার সঙ্গে লেগেই ছিল। পায়ে অপারেশন ও ব্যাথা নিয়েও দেশের জন্য ২২ গজে বল হাতে ছুটেছেন বছরের পর বছর। এখনো পায়ের চোট ভুগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তবুও মাঠে নিজের দায়িত্বটা ঠিকমত পালন করার চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
চলতি বিপিএল আসরে টানা তৃতীয় হারের মুখ দেখল মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্স। এতে মাঠের খেলার কিছুটা হতাশা ধরেছে স্বাভাবিকভাবেই। সঙ্গে এই অবস্থায় খেলা নিয়ে নানান প্রশ্ন। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হয়নি এর কোনো ব্যতিক্রম। সেখানেও সেই একই প্রশ্নের মুখোমুখি মাশরাফি। এভাবে খেলা চালিয়ে যাওয়া নিয়ে মাশরাফির ভাবনা কি?
আগামী বছরও কি তাকে বিপিএলে দেখা যাবে কিনা এই প্রশ্নের জবাবে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক বলেছেন, ‘হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল…সর্বশেষ বছরের মতো যদি ফুল (বোলিং) খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে।’
এবারের আসরে মাঠের পারফর্মে অনেকটা সংগ্রামই চালাচ্ছেন মাশরাফি। দ্বিতীয় ম্যাচে বোলিং না করলেও তৃতীয় ম্যাচে করেছেন পুরো ৪ ওভার। রানিং নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন আগেও। এরপর বোলিংটা করলেন ভালো কাতারে থেকেই। কোনো উইকেট না পেলেও দিয়েছেন কেবল ১৯ রান।
পারফর্ম লাগবে না, মাশরাফি মাঠে থাকলেই চলবে। গতকালের ম্যাচের সময় এমন কথাই বলছিলেন এক ভক্ত। সেই জের ধরে প্রশ্ন এলো সংবাদ সম্মেলনেও। সেখানে নেতৃত্ব ছাড়ার সেই দিনের কথা স্মরণ করে মাশরাফি আরও বলেন, আমি ‘এই প্রেস কনফারেন্স রুম থেকেই অবসরে গিয়েছি। তখনও আমি বলেছি, আমি কিন্তু খেলব। আন্তর্জাতিক তো সেদিনই স্টপ করেছি। এখন ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজিতে দল কী চায়, সেটার ওপর নির্ভর করে। এখানে তো আর ক্যারিয়ারের বিষয় না। দল যদি চায় তাহলে নেবে।’