ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন সানিয়া!
দীর্ঘ এক যুগের সম্পর্কের ইতি টেনেছেন শোয়েব মালিক-সানিয়া মির্জা দম্পতি। নতুন করে বিয়ে করেছেন শোয়েব। সানিয়া অবশ্য এখনও সে পথে হাঁটেননি। ছেলে ইজহানকে নিয়েই কাটছে তার সময়। কিন্তু প্রশ্ন হলো ছেলে ইজহানের সঙ্গে কি যোগাযোগ নেই মালিক পরিবারের? সানিয়া অবশ্য জানিয়েছেন শোয়েবের পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ আছে তার। আগামীতে সময় সুযোগ মিলে ছেলেকে নিয়ে পাকিস্তানেও ঘুরে আসতে চান তিনি। সানিয়াকে নিয়ে পাকিস্তানের সামা টিভির সূত্র ধরে এমন খবরই জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
শোয়েবকে বিয়ে করা ও শেষ পর্যন্ত বিচ্ছেদ, এসব নিয়ে সামনা টিভির সাংবাদিক নাইম হানিফের সঙ্গে ফোন আলাপে সানিয়া জানিয়েছেন, ‘পরিবার এবং বন্ধুদের বিরুদ্ধে গিয়ে শোয়েবকে বিয়ে করে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আক্ষেপ করতে হচ্ছে।’
সংসার না টিকলেও সানিয়া সমর্থন পেয়েছেন শোয়েবের পরিবারের কাছ থেকে। এখনও যোগাযোগ আছে তাদের। এমনটা জানিয়ে সানিয়া বলেন, 'আমি পাকিস্তানের মানুষের কাছে যথেষ্ট সমর্থন এবং ভালবাসা পেয়েছি। তাঁরা সব সময় আমাকে স্বাগত জানিয়েছেন। পরিস্থিতি ঠিক হলে সময় মিলে এক বার পাকিস্তানে যেতে চাই। ইজহানকে নিয়ে পরিবারের সবার সঙ্গে দেখা করতে চাই।'
বাবা মায়ের বিচ্ছেদ সব সন্তানের ওপরই প্রভাব ফেলে। ইজহানকেও যে তেমনি কঠিন সময় পার করতে হচ্ছে সেটাই জানিয়েছে আনন্দবাজার। পাকিস্তানের সংবাদমাধ্যমটির বরাত দিয়ে বলা হচ্ছে, বাবার তৃতীয় বিয়ের খবর শোনার পর থেকে কিছুটা মানসিক অবসাদ তৈরি হয়েছে ইজহানের মধ্যে।
সানিয়া বলছিলেন, ‘ইজহান ভাল নেই। শোয়েবের তৃতীয় বিয়ের কথা জানার পর থেকে ওর মন খুব খারাপ। মানসিক ভাবে বিপর্যস্ত ইজহান। সানিয়া আরও জানিয়েছেন, স্কুলে বন্ধুরা ওকে খুব উত্যক্ত করেছে। সবাই ওর বাবার তৃতীয় বিয়ে নিয়ে জানতে চাইছে।
তারপর থেকে ইজহান স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সানিয়া জানিয়েছেন, মানসিক ভাবে বিপর্যস্ত ইজহান দুবাইয়ে থাকতে চাইছিল না। তাই ছেলেকে নিয়ে ভারতে চলে গেলেন তিনি!