আভিশকা-ক্যাম্ফারের তাণ্ডবে চট্টগ্রামের ১৯৩

আভিশকা-ক্যাম্ফারের তাণ্ডবে চট্টগ্রামের ১৯৩

চেয়ে চেয়ে দেখা ছাড়া আভিশকা ফার্নান্দোর কিছুই করার ছিল না। সেঞ্চুরি যখন তার হাতছোঁয়া দূরত্বে, তখন যে ব্যাট হাতে তাণ্ডব শুরু করলেন আইরিশ কার্টিস ক্যাম্ফার। ৯ বলে খেললেন ২৯ রানের ঝোড়ো ক্যামিও। তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ পৌঁছে গেল এবারের আসরে সর্বোচ্চ ১৯৩ রানে। তবে সেঞ্চুরি পাওয়া হলো না আভিশকার। ৫০ বলে ৯১* রানে অপরাজিত রইলেন এই লঙ্কান ব্যাটার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের শুরুটা কিন্তু ভালো হয়নি। ২১ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে দলটি। তবে ওপেনার আভিশকার ওপর সে পরিস্থিতি কোনো প্রভাব ফেলেনি। একের পর এক দর্শনীয় শটে সিলেটের দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ান তিনি। ৫ চার এবং ৭ ছক্কায় ৯১ রানের হার না মানা ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান আভিশকা।

শাহাদাত হোসেন দিপু (৩০) এবং ক্যাম্ফারের সেই দুর্দান্ত ক্যামিওতে নিশ্চিত হয় এবারের আসরের সর্বোচ্চ দলীয় স্কোর।

বরিশালের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। ২৬ রানে ২ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

সম্পর্কিত খবর