হাসপাতাল ছেড়ে বাড়িতে গিল, তবুও শঙ্কা
বিশ্বকাপ শুরুর আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন শুভমান গিল। পরে যেতে হয়েছে হাসপাতালেও। খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাকে পাচ্ছে না ভারত। ফেরার কথা ছিল বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সে লক্ষ্যেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিনি।
ডেঙ্গু মুক্ত হলেও গিলের প্লেটিলেট সংখ্যা এক লাখেরও নিচে নেমে যাওয়ায় তার এখনও বেশ কয়েকদিন বিশ্রামের দরকার। ফলে আফগানিস্তানের পর পাকিস্তানের বিপক্ষেও তাকে পাওয়া যাওয়ার সম্ভাবনা কম।
গিলের বর্তমান অবস্থা সম্পর্কে বিসিসিআইয়ের একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘শুবমান গিল গত কয়েকদিন ধরে চেন্নাই টিম হোটেলে ড্রিপে ছিলেন। তার প্লেটিলেটের সংখ্যা ৭০ হাজার-এ নেমে আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার রাতে সমস্ত পরীক্ষা শেষে সোমবার সন্ধ্যার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
ডেঙ্গু মুক্ত হলেও সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে পেতে গিলকে আরও কিছুটা সময় দিতে চায় ভারত। অধিনায়ক রোহিত গিলকে নিয়ে জানিয়েছেন, ‘আমি চাই সবার আগে সে সুস্থ হোক। সে একজন যুবক তার শরীর ফিট তাই সুস্থ হয়ে দ্রুত মাঠে নামতে পারবে বলে মনে করি।’