বরিশালের হারের হ্যাটট্রিক, যে ‘মিসটেক’ দেখছেন মিরাজ
ঢাকা পর্বে টানা দুই, সিলেট পর্বের শুরুটাও ফরচুন বরিশাল করেছে হার দিয়ে। যার ফলে হারের হ্যাটট্রিক করে ফেলেছে তামিম ইকবালের দল। সবশেষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরেছে ১০ রানে। এমন হারের পর দলের বেশ কিছু ‘মিসটেক’ দেখছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
আজ শুরুতে বল করে ১৯৩ রান হজম করেছে বরিশাল। এরপর জয়ের আশা জাগিয়েও শেষমেশ হারতে হয়েছে দলটিকে। এমন কিছু মিরাজেরও মনে হয়েছে। তার ভাষ্য, ‘আমি আর মুশফিক ভাই যতক্ষণ ব্যাট করছিলাম, ততক্ষণ পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। মনে হচ্ছিল আমরা ম্যাচটা জিতব।’
এরপরও কী কারণে জয় ধরা দেয়নি হাতে? মিরাজের উত্তর, ‘আমাদের মিসটেক ছিল, এ কারণে আমাদের হয়নাই। কারণ দেখেন যে, এ উইকেটটা ভালো উইকেট ছিল। কিন্তু শেষের পাঁচ ওভার আমরা ভালো বোলিং করিনি, ওরা অনেক রান করে ফেলেছিল। আমরা একটু বেশি রান দিয়ে ফেলেছি। যে কারণে শেষের দিকে একটু কঠিন হয়ে গিয়েছে।’
রান তাড়া করতে গিয়ে বরিশাল ঠিকঠাকই এগোচ্ছিল। অন্তত ইনিংসের প্রথমার্ধ পর্যন্ত। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ১২ বলের এদিক ওদিকে তামিম, সৌম্য, মাহমুদউল্লাহ, ক্যারিয়াহ আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় বরিশাল।
মিরাজও একে দেখলেন বেশ গুরুত্ব দিয়েই। তার কথা, ‘মাঝের দিকে ওরা দুইটা ওভার ভালো বল করেছে, ওখানে আমাদের তিনটা উইকেট চলে গিয়েছে। তখন আমাদের রান রেটটাও বেড়েছে। একটা সময় আমাদের ১৪র কাছাকাছি রান লাগতেছিল। ওটা যদি ১১ বা দশের কাছাকাছি থাকত, তাহলে হয়তো আমাদের জন্য ইজি হতো। কারণ আপনি দেখেন আমরা দশ রানে হেরেছি, তো একটা ওভারে বেশি রান হতেই পারে এখানে, উইকেটটা ভালো। তো আমাদের ছোট ছোট যে ভুলগুলো ছিল, তার জন্যে আমরা ম্যাচটা হেরে গিয়েছি।’
বরিশালের সামনে লক্ষ্যটা এত বড়ও হতো না, যদি আভিশকা ফার্নান্দোকে ফিরিয়ে দেওয়া যেত শুরুতেই। ইনিংসের দশম ওভারে ফার্নান্দো সুযোগ দিয়েছিলেন লং অফে থাকা আহমেদ শেহজাদকে। কিন্তু তিনি ক্যাচটা নিতে পারেননি।
হারের পেছনে এ ক্যাচ মিসকেও দায় দিলেন মিরাজ। তার কথা, ‘এছাড়াও আমাদের কিছু ভুল ছিল। যেমন আমরা যদি ক্যাচগুলো ঠিকঠাক ধরতে পারতাম, তাহলে আমাদের বোলারদের জন্য আরও সহজ হয়ে যেত। কারণ বোলাররা তো চেষ্টা করছে! যে কারণে ক্যাচগুলো আসছে। ক্যাচগুলো মিস হয়ে গেলে কাজটা কঠিন হয়ে যায়।’