দুপুরে দুই ঘণ্টা অনুশীলন, সন্ধ্যায় ব্যাট করতেই নামলেন না সাকিব
সাকিব আল হাসানের সময়টা ভালো কাটছে না আদৌ। চোখের সমস্যা পিছু ছাড়ছে না। চোখে ঝাপসা দেখছেন, যে কারণে ব্যাটিংয়ে তার ত্রাহি মধুসূদন দশা। সে সমস্যা কাটাতে আজ দুপুরেই তো, অনুশীলন করলেন প্রায় দুই ঘণ্টা। তবে সে অনুশীলনের দুই ঘণ্টা পর দল নামল ব্যাটিংয়ে। সেখানে রংপুর রাইডার্সের সবাই ব্যাট করল, এমনকি টেইলএন্ডার হাসান মাহমুদও। কিন্তু ব্যাটিংয়ে সাকিব আল হাসানের দেখাও মিলল না একেবারে, যিনি কিছুক্ষণ আগেই বেশ ঘাম ঝরালেন ব্যাটিং নিয়ে।
দুপুর ১২টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে এসে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাকিব। থ্রো ডাউনের বিপক্ষে ব্যাট করেছেন কিছুক্ষণ।পাশের নেটে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের নেট থেকে লেগ স্পিনার রিশাদকে নিয়ে এসে তাদের বিপক্ষেও ব্যাট করেছেন সাকিব।
যদিও নিজের কাজ নিয়ে তাকে সন্তুষ্ট হতে দেখা যায়নি একটুও। মিস হিট হচ্ছিল, ঠিকঠাক কানেক্ট করতে পারছিলেন না বলে। সে অসন্তুষ্টি নিয়েই অনুশীলন শেষ করেন সাকিব। সে কারণেই হয়তো, আজ ব্যাট করতেও নামলেন না, ৮ উইকেট পড়ে যাওয়ার পরও।
তবে তাকে ছাড়াও দল একেবারে বাজে পারফর্ম করেনি। ইনিংস শেষ করেছে ১৮৩ রান করে। বাবর আজম ফিফটির দেখা পেয়ে গেছেন আবারও। ৪৬ বলে ৬২ রান করে দলকে দিয়েছেন বড় রানের দিশা। তার আগে ব্রেন্ডন কিং ১৩ বলে ২০ রান করে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন। এরপর বাবরের সঙ্গে নুরুল হাসান সোহানের ২৪, শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৫ বলে ৩২ রানের ঝড়ে রংপুর রাইডার্স পেয়ে যায় ১৮৩ রানের বিশাল পুঁজি।