শোয়েব মালিককে নিয়ে যা বললেন মিরাজ
ফরচুন বরিশালের হয়ে শোয়েব মালিক খেলেছেন মোটে তিন ম্যাচে। তবে এক সপ্তাহের এদিক ওদিকে যেটুকু সময় খেললেন, আলোচনার জন্ম দিলেন একের পর এক। শেষমেশ তাকে বিপিএলের মাঝপথে দলছাড়া করার সিদ্ধান্ত নেয় বরিশাল।
মাঠে নামার ঠিক আগে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের ঘোষণার আগেই তিনি জানান অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। এরপর ঘণ্টাখানেক পর মাঠে নেমে অবশ্য ব্যাটে বলে পারফর্ম করে বরিশালের জয়ে বড় ভূমিকাই রাখেন।
তবে তিনি আবার আলোচনায় আসেন তৃতীয় ম্যাচে। তিন তিনটি নো বল করে বসেন একই ওভারে। এরপর তাকে আর বোলিংয়েই আনেননি অধিনায়ক তামিম ইকবাল।
ঢাকা পর্ব শেষের পরই তিনি চলে যান দুবাইয়ে। সেখান থেকে জানান তিনি সিলেট পর্বে খেলতে পারবেন না। এরপর বরিশাল তাকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয়।
শোয়েব মালিকের এমন আসা, আলোচনার জন্ম দেওয়া, মাঝপথে চলে যাওয়া দলে প্রভাব ফেলে কি না, এমন একটা প্রশ্ন ছুটে গিয়েছিল বরিশাল অলরাউন্ডার মিরাজে কাছে। তার জবাবে মিরাজ বলেন, ‘বাইরে কী হয়, তা নিয়ে চিন্তিত নই। আমরা আমাদের নিজেদের পারফরম্যান্স নিয়ে চিন্তা করি। আমরা কীভাবে খেলছি, আমাদের পারফর্ম্যান্স ঠিক হচ্ছে কি না এটাই আমাদের লক্ষ্য।’
শোয়েব মালিক এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩০০০ রান ছোঁয়ার কীর্তি গড়েন বরিশালের হয়ে তৃতীয় ম্যাচে। তবে তার চলে যাওয়ার পর বদলি খেলোয়াড় হিসেবে আরও ভালো কাউকেই পেয়েছে দল, অভিমত মিরাজের। আহমেদ শেহজাদ এসেই ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন। মিরাজ বলেন, ‘শোয়েব মালিক তো চলে গিয়েছে। ওর জায়গায় যে এসেছে, ও তো ভালো খেলেছে!’