ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরল রংপুর

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরল রংপুর

একইদিনে সাকিব-তামিমের ম্যাচ৷ তামিম শুরু করলেন হার দিয়ে। তবে সাকিব শেষ করেছেন জয় দিয়ে। যদিও ম্যাচের আগে দুপুর বেলা ব্যাটিং প্র‍্যাকটিস করেও ম্যাচে দশ ব্যাটার ব্যাট করতে নামলেও নামা হয়নি সাকিবের। অর্থাৎ নামলেও সেটা নয় উইকেট পড়ার পর নামতেন।

টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা। প্রথমে একটু রয়ে সরে শুরু বাবর আজমদের। পাওয়ার প্লে তে ৪৭ রানে হারায় দুই উইকেট। এরপর বাবর আজম ক্যাপ্টেন আর নুরুল হাসান সোহানের ৩৯ বলে ৫০ রানের জুটি। ১৩ ওভারে সংগ্রহ ৯৯ রান। হারায় চার উইকেট।

ফিফটি তুলে নেওয়া বাবর আজম করেন ৪৬ বলে ৬২ রান। সোহান করেন ২৬ বলে ২৪ রান। শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই এর ১৫ বলে ৩২ আর শামীম পাটোয়ারীর ৮ বলে ১৭ রানের ক্যামিওতে রাইডার্সের সংগ্রহ নির্ধারণ ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান।

জবাবে শুরু থেকেই স্লো শুরু ঢাকার। শূন্য রানেই হারায় গুনাথিলাকার উইকেট। পাওয়ার প্লেতে সংগ্রহ মাত্র ৩২। হারায় তিন উইকেট। ৩১ রানে এক উইকেট থেকে ৩২ রানে ঢাকার নেই চার উইকেট। ম্যাচ থেকে তখনই অনেকটা ছিটকে যায় ঢাকা।

৫ম উইকেট জুটিতে ৪২ বলে ৪৯ রানের পার্টনারশিপ গড়েন ক্যাপ্টেন মোসাদ্দেক সৈকত আর অ্যালেক্স রোজ। সৈকত করেন ১৮ বলে ১৫। ১৩ তম ওভারের প্রথম বলে সৈকতের পর দ্বিতীয় বলেই আউট ইরফান শুক্কুর।

১৬ ওভারে ১০২ রানে সাত উইকেট হারানো দলটা শেষ পর্যন্ত থামে ১০৪ রানে। নামের পাশে ৭৯ রানের বিশাল পরাজয়৷

এই জয়ে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে রংপুর উঠে এলো চারে। আর তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ঢাকা আছে ছয়ে।

সম্পর্কিত খবর