হালির পর এবার ৫ গোল হজম বার্সার
মাঠে এক দুর্বিষহ সময় পার করছে বার্সেলোনা। একের পর হারে পিষ্ট কাতালান ক্লাবটি ঘুরে দাঁড়ানোর ম্যাচে হারলো আরও বাজভাবে। মাসের শুরুর দিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হালি খেয়ে হাতছাড়া হয় স্প্যানিশ সুপার কাপের শিরোপা। পরে কোপা দেল রে, যেখানে একক রাজত্ব, ৩১ বারের রেকর্ড চ্যাম্পিয়ন, সেখানেও অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হালি খেয়ে বিদায় শেষ আট থেকেই।
এবারের স্কোরলাইনটা আরও বেশি দুঃস্বপ্নের। কাপ প্রতিযোগিতার দুটিতেই হারের পর এবার লিগ ম্যাচেও বড় হার বার্সার। লিগ তালিকার ১৪তম অবস্থানে থাকা ভিয়ারিয়ালের কাছে গুনে গুনে পাঁচটি গোল খেয়েছে জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষের ফলাফলটা ৫-৩ ব্যবধানের।
হতাশাময় এক রাত। তাও আবার ঘরের মাঠেই। সেখানে দ্বিতীয়ার্ধে ৯ মিনিট না পেরোতেই বার্সার জালে জোড়া গোল। তবে ৬০তম মিনিটে ইলকায় গুন্দোয়ান এবং ৬৮তম মিনিটে পেদ্রির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। মিনিট দুই বাদে আবার এগিয়েও যায়। যদিও তা প্রতিপক্ষের ভুলে।
তবে ম্যাচজুড়ে দাপট দেখানো ভিয়ারিয়াল ম্যাচের শেষ দিকে এসে টানে সমতা। এতে ৩-৩ ড্রয়েই ম্যাচের শেষ দেখছিল দুই দল। তবে সেখানেই শুরু নাটকের। যোগ করা সময়ে। এই যোগ করা সময়ের একদম শেষ দিকে এসে টানা দুটি করে বসে সফরকারী দল। এতেই ৩৮ দিন পরে ঘরের মাঠে ফিরে হতাশাজনক হারকে বরণ করে নিতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
এই হারে ২১ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৪৪। এতে তালিকায় অবস্থান থাকলো তিনেই।