চোট শঙ্কা নেই তাসকিনের, বললেন মোসাদ্দেক
গত বছরের বিশ্বকাপ থেকেই চোটটা যেন স্বস্তি দিচ্ছেনা তাসকিন আহমেদকে। এর প্রভাব দেখা গিয়েছিলে বিশ্বকাপে এই ডানহাতি পেসারের পারফর্মেও। এতে বিশ্বকাপের পর চোট থেকে পুরোপুরি ফিট হতে দুই মাসের লম্বা সময় পুনর্বাসনে কাটান তাসকিন। এরপর মাঠের খেলার ফেরেন চলতি বিপিএল দিয়ে।
তবে সেখানে নিজেদের তৃতীয় ম্যাচেই ফের চোট আশঙ্কায় পড়েন তিনি। স্রেফ ২ ওভার বল করে উঠে যান মাঠ থেকে। এমনকি ব্যাটিংয়েও না আসলে সেই শঙ্কা হয় জোরালো। তবে ম্যাচ শেষে স্বস্তির খবর দেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। জানান চোট নিয়ে আপতত শঙ্কা নেই তাসকিনকে ঘিরে।
ঢাকা পর্বের প্রথম ভাগ শেষ সিলেট পর্বের শুরুটা ভালো হলো না ঢাকার। রংপুর রাইডার্সের আছে দলটি হারে ৭৯ রানের বড় ব্যবধানে। টানা দ্বিতীয় হারের পর আবার তাসকিনের চোট শঙ্কা। তা পরিস্কার করতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোসাদ্দেক বলেন, ‘তাসকিন ভাইয়ের পিঠে হালকা অস্বস্তি লাগছিল। সে জন্য (দুই ওভার পর) বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। আশা করছি পরের ম্যাচের আগেই উনি ফিট হয়ে উঠবেন।’
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও উঠে তাসকিনকে নিয়ে প্রশ্ন। সেখানেও আরেক পেসার শরিফুল ইসলামের উত্তরেও এলো একই কথা। ‘আমরা তাকে (তাসকিন) নিয়ে ঝুঁকি নিতে চাইনি, নিজেও ঝুঁকি নিতে চাননি উনি। কারণ সামনে অনেক খেলা আছে। আরেকটা ওভার করলে যদি সমস্যাটা বেড়ে যায়, এজন্যই তিনি উঠে যায়। উনি এখন ঠিক আছে।’