পোপ ১৯৬, ভারতের চাই ২৩১

পোপ ১৯৬, ভারতের চাই ২৩১

দ্বিতীয় ইনিংসে একাই লড়ছিলেন ওলি পোপ। ভারতের সহজ জয়ের পথে দাঁড়িয়ে ছিলেন বাঁধা হয়ে। নেমেছিলেন ইংল্যান্ড ইনিংসের ১১তম ওভারে। এরপর ১০৩তম ওভার পর্যন্ত লড়াইটা গিয়ে হয়ে দাঁড়িয়েছিল 'পোপ বনাম ভারত'।

সে লড়াইয়ে শেষ হাসিটা ভারত হাসল শেষমেশ। তবে পোপ মাঝে যা করলেন, তা তার নিজের নামের পাশেও তো যোগ করল ১৯৬ রানের এক মহাকাব্য, দলকে নিয়ে গেল ৪২০ রান পর্যন্ত, গড়ে ফেলা হলো ভারতের মাটিতে দ্বিতীয় ইনিংসে সপ্তম সর্বোচ্চ রানের কীর্তিও। দলকে যা এনে দিল ২৩০ রানের লড়াকু পুঁজি! হায়দরাবাদ টেস্টে জিততে এখন ভারতের চাই ২৩১ রান।

ওপাশে একের পর এক সঙ্গীদের আসা যাওয়ার মিছিল দীর্ঘ হচ্ছিল, পোপ ছিলেন ঠায় দাঁড়িয়ে। জ্যাক লিচ প্রায় খোঁড়াতে খোঁড়াতে এলেন ক্রিজে। যদি আরও কিছু রান বাড়ানো যায়, যদি পোপকে ডাবল সেঞ্চুরিটা করতে দেওয়া যায়! তবে শেষমেশ তা আর হয়নি, পোপ স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন যশপ্রিত বুমরাহর বলে। 

ড্রেসিং রুমে বসে ছিলেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম, তাকে ছোঁয়া হলো না। ২০১০ সালে ভারতের মাটিতে দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন তিনি। পোপ আজ ব্যর্থ হওয়ায় সেটাই হয়ে রইল দ্বিতীয় ইনিংসে ভারতের মাটিতে সফরকারী কোনো ব্যাটারের শেষ ডাবল সেঞ্চুরি। 

পোপ দিনটা শুরু করেছিলেন ১৪৮ রান নিয়ে। সঙ্গী রেহান আহমেদের সঙ্গে জুটিটা ৬৪ রানের বেশি যায়নি। এরপর হার্টলির সঙ্গে গড়েন ৮০ রানের ইনিংস। রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে ফেরেন হার্টলি। এরপর মার্ক উডও টেকেননি। ফলে নামতে হয় লিচকে, যার এই টেস্টে বল করার সম্ভাবনাই একেবারে শূন্যের কোঠায়। এরপরই ৪ রানের আক্ষেপ নিয়ে বিদায় নেন পোপ নিজে। ইংল্যান্ডের বোর্ডে জমা পড়ে ২৩০ রান। চতুর্থ ইনিংসের বিষয়টা মাথায় রাখলে যা নেহায়েত কম কিছুও মনে হচ্ছে না! 

সম্পর্কিত খবর