রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অবিস্মরণীয়, শ্বাসরুদ্ধকর জয়ের এক ঘণ্টাও পেরোয়নি তখন। তার রেশ কাটতে না কাটতেই কক্সবাজার দেখল আরও এক থ্রিলার। এই থ্রিলার শেষে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। শ্রীলঙ্কাকে হারাল ১ রানে।

শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৯ রান। প্রথমেই নো বল করে বসেন জান্নাতুল মাওয়া। এরপর দুই রান আসে প্রথম বৈধ বলে, সমীকরণটা নেমে আসে পাঁচ বলে ৬ রানে। সেখান থেকে শ্রীলঙ্কাকে চেপে ধরেন মাওয়া। উইকেটে থাকা ভীষ্মি গুনারত্নেকে বিদায় করেন তৃতীয় বলে। এরপর শেষ বলে যখন দুই রান প্রয়োজন, তখন তুলে নেন উইকেট। বাংলাদেশ পেয়ে যায় এক রানের শ্বাসরুদ্ধকর জয়। 

এর আগে ব্যাট করতে নেমে রাবেয়ার ৫০তে ভর করে বাংলাদেশ পায় ১১৪ রানের পুঁজি। তিনি ছাড়াও ৩১ রানের ইনিংস খেলেন আফিয়া ইরা। 

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে শুরু থেকেই রান তাড়ার পথেই রেখেছিলেন ব্যাটাররা। নেথমি পূর্ণ সেনারত্না ২৭, এরপর দেওমি বিহঙ্গ ৩০, ভীষ্মি ২৬ করে দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের দুয়ারেই।

তবে শেষ ওভারে জান্নাতুল মাওয়ার দারুণ বোলিংয়ের সামনে পড়ে শেষমেশ আর জেতা হলো না শ্রীলঙ্কার। ১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সম্পর্কিত খবর