সব বাধা পেরিয়ে শামারের রূপকথা

সব বাধা পেরিয়ে শামারের রূপকথা

‘হারে রেরে রেরে আমায় ছেড়ে দেরে রেরে’ – জশ হেইজেলউডকে বোল্ড করে শামার জোসেফের দেওয়া সে খ্যাপাটে দৌড় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইনটাকেই মনে করিয়ে দিচ্ছিল যেন। ব্রিসবেনের কাননে যেমন দাবানলের নাচন নেচেছেন, যেভাবে অজিদের ২৭ বছরের অহম গুঁড়িয়ে দিয়েছেন, তার চূড়ান্ত দৃশ্যের শেষটা যেভাবে করলেন, তাতে ছাড়া বনের পাখির মতো মনের আনন্দে উড়ে বেড়ানোরই তো কথা শামারের! 

যা দেখে ধারাভাষ্য কক্ষে ইয়ান স্মিথ যখন চেঁচিয়ে উঠেছেন তার স্বভাবসুলভ ঢঙে, তখন তার পাশে বসা ব্রায়ান লারার কণ্ঠ ধরে এসেছে, চোখে পানি। পাশ থেকে অ্যাডাম গিলক্রিস্ট তাকে জড়িয়ে ধরেছেন ততক্ষণে, তার দলের হার ছাপিয়ে তখন তার কাছে বড় হয়ে উঠেছে ক্রিকেটের জয়টা।

ক্রিকেটের জয়? হ্যাঁ তাই তো! ব্রিসবেনের গ্যাবায় আজ সব প্রতিকূলতা ডিঙিয়ে রূপকথা লিখেছেন রীতিমতো! অথচ এমন দৃশ্য যে ব্রিসবেনে দেখারই কথা ছিল না আজ! শেষ দিনে চোটের কারণে মাঠেই নামার কথা নয় ২৪ বছর বয়সী শামারের!

তার কি আদৌ ক্রিকেটারও হওয়ার কথা ছিল? ক্যারিবীয় দ্বীপ গায়ানার প্রত্যন্ত অঞ্চল বারকারা গ্রাম, যেখান থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাটাও বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো বিষয়, সেখান থেকে যে উঠে এসেছেন তিনি!

টেপ টেনিস ক্রিকেটে শুরু ক্যারিয়ার। তবে এই দুই বছর আগেও তার ক্যারিয়ার বলতে যা ছিল তা সব ওই গায়ানার ক্লাব টাকবার পার্কের হয়ে খেলা কিছু ম্যাচ। ২০২২ সালে নিউ অ্যামস্টাডামের এক ট্যালেন্ট হান্ট জীবনের রঙ বদলে দেয় তার। 

এর আগ পর্যন্ত জীবিকা নির্বাহ করতে নৈশপ্রহরীর চাকরি করতেন শামার। পেশাদার ক্রিকেটে আসতে হলে সে চাকরিটা ছাড়তে হতো তাকে। ক্রিকেটেই শেষমেশ বাজিটা ধরলেন, এবং জিতলেন। 

গেল টেস্টে অভিষেক হয়েছিল তার। প্রথম বলেই স্টিভেন স্মিথকে ফেরান সাজঘরে। তুলে নেন পাঁচ উইকেট। শামার পরের ইনিংসে আর উইকেট পেলেন না। ব্রিসবেন টেস্টেরও প্রথম ইনিংসে পেলেন একটা উইকেট মোটে। ‘ফ্লুক’ কি না, সন্দেহ আসাটা স্বাভাবিক ছিল। সেটা দূর করতে আর একটা ইনিংসই লাগত ক্যারিবীয় এই তরুণের।

সে সুযোগটা আরেকটু হলে হারিয়েই ফেলেছিলেন তিনি। মিচেল স্টার্কের টো ক্রাশিং ইয়র্কারে আক্ষরিক অর্থেই তার পায়ের আঙুল গিয়েছিল ভেঙে। সেখান থেকে আজ মাঠে নামাটা কঠিনই ছিল তার। মাঠ ছেড়েছিলেন খোঁড়াতে খোঁড়াতে।

এরপর ডাক্তারের কথায় আজ সকালে নামলেন মাঠে। নেমেই গড়লেন ইতিহাস। অস্ট্রেলিয়া আজ উইকেট খোয়াল ৮টি, যার সাতটিই গেছে তার নামের পাশে। গ্যাবার দুর্গে অস্ট্রেলিয়াকে হারাল উইন্ডিজ, ২৭ বছর পর টেস্ট জিতল দেশটিতে। আর সব মিলিয়ে অজিদের বিপক্ষে টেস্ট জয়টা প্রায় ২০ এরও বেশি বছর পর।

এমন কিছু রূপকথার চেয়ে কম কীসে? এমন চিত্রনাট্য কে লেখে?

সম্পর্কিত খবর