উইন্ডিজের অস্ট্রেলিয়া-জয় কাঁদাল লারা-হুপারকে
খেলাটা ছেড়েছেন বহু দিন আগে। তবে খেলাটা এখনো দারুণভাবেই যে অনুসরণ করেন ব্রায়ান লারা তা অজানা কিছু নয়। একই বিষয় প্রযোজ্য কার্ল হুপারের ক্ষেত্রেও। তাদের আরও একটা মিল হচ্ছে তারা উইন্ডিজের সাবেক অধিনায়ক।
তবে দুজনকে আরও একবার এক বিন্দুতে এনে মেলাল উইন্ডিজের অস্ট্রেলিয়া জয়। ২০ বছর পর টেস্টে অজিদের হারাল ক্যারিবীয়রা। তাতে আবেগে ভেসেই গেলেন দুজনে। চোখের জল আটকাতে হিমশিম খেলেন রীতিমতো।
ব্রিজবেনে দিবা-রাত্রির টেস্টে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ রানের রোমাঞ্চকর জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এসময় ধারাভাষ্য কক্ষে ছিলেন লারা। সেখানেই তিনি দলের জয়টার সাক্ষী হন কান্না ভেজা চোখে।
তার সঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট। সেই সময় লারাকে তিনিও জড়িয়ে ধরেন।
লারা বলেন, ‘এটা অবিশ্বাস্য। ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো। তরুণ, অনভিজ্ঞ, যাদের বাতিল করে দেওয়া হয়েছিল- তারাই আজ মাথা উঁচু করে দাঁড়াল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটও আজ শির উঁচু করে দাঁড়াতে পারল।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, কার্ল হুপারও একই রকমভাবে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। জয়ের পরে দরজার সামনে মুখ লুকিয়ে কাঁদতে থাকেন। এরপরে নিজের চোখ মোছেন হুপার। সেই সময়ে কিছু বলতেই পারেননি তিনি।