সিলেটকে অল্পতে আটকে রেখে দারুণ শুরু চট্টগ্রামের
টুর্নামেন্টে এখনও জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। এক ম্যাচ আগেই নিজেদের মাঠে হারের হ্যাটট্রিক পূরণ হয়েছে দলটির। ঘুরে দাঁড়ানোর এই ম্যাচেও চট্টগ্রামের বিপক্ষে সুবিধা করতে পারেনি দলটি। দলটির ইনিংস থেকেছে মাত্র ১৩৭ রানে। সহজ লক্ষ্যে অবশ্য দারুণ শুরু পেয়েছে চট্টগ্রাম।
এক উইকেট খরচ করেই দলীয় অর্ধশত রান জমা করেছে স্কোরবোর্ডে। দলটির তারকা ব্যাটার আবিষ্কার ফার্নান্দো ১২ বলে ১৭ রান করে সাজঘরে ফিরলেও চট্টগ্রামকে রানে রেখেছে তানজিদ তামিম ও টম ব্রুস। দুজনে মিলে পাওয়ার প্লেতে আর কোনো আঘাত আসতে দেননি উইকেটে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১ উইকেট খরচায় ৮ ওভার শেষে ৭১ রান। উইকেটে আছেন তামিম ও ব্রুস। দুজনে চতুর্থ জয়ের পথে টানছেন দলকে।
এদিন টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। এ ম্যাচেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি নাজমুল হোসেন ও মোহাম্মদ মিঠুন। মাঝে জাকির হোসেন ও হ্যারি টেক্তর রান পেলেও দুজনেই ছিলেন ধীর গতির। তাদের দুজনের পরে ব্যাট করতে নামা রায়ান ও আরিফুল হক ও ব্যাট হতে ঝর তুলতে পারেননি। যার ফলে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রানের পুঁজি পায় সিলেট।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
সিলেট স্ট্রাইকার্স: ১৩৭/৪ ; (টেকটর ৪৫, জাকির ৩১, রায়ান, ৩৪*, আরিফুল ১৭*; বিলাল ৩/২৪)