সিলেটের টানা চার হার, শীর্ষে চট্টগ্রাম

সিলেটের টানা চার হার, শীর্ষে চট্টগ্রাম

প্রথম তিন ম্যাচের তিনটি হেরে এমনিতেই ঝুঁকির মুখে সিলেট স্ট্রাইকার্সের কোয়ালিফাইয়ার নিশ্চিত করা। চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না মাশরাফি বিন মর্তুজার দলের। তবে আজও হয়নি সেটি। টানা চতুর্থ ম্যাচে হেরে বসেছে দলটি। সিলেটে নিজেদের মাঠে ফের হেরেছে দলটি। সোমবার দিনের প্রথম ম্যাচে তাদের ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে শুভাগত হোমের দল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে চতুর্থ জয় তুলতে ১৩৮ রান করতে হতো চট্টগ্রামকে। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে ব্যাক্তিগত ১৭ রানে আবিষ্কার ফার্নান্দো ফিরলেও দলকে নির্ভার রাখেন তানজিদ তামিম ও টম ব্রুস। দুজনে মিলে পাওয়ার প্লেতে আর কোনো আঘাত আসতে দেননি উইকেটে। দুজনের জুটিতে জয়ের ভীত পায় চট্টগ্রাম। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে জমা হয় ৮৯ রান। দলীয় ১১২ রানে ব্যাক্তিগত ৫০ রান ফিরেন তানজিদ। ৪০ বলে তার ইনিংসটি সাজানো ছিল ২ টি ছয় ও ৩টি চারের মারে। 

তানজিদ ফেরার পর বিপদ বাড়তে দেননি ব্রুস। শাহাদাত দিপুকে নিয়ে দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন এই ব্যাটার। জয় তুলেছেন ১৪ বল ও ৮ উইকেট হাতে রেখে। জয়ের পথে ব্রুস অপরাজিত ছিলেন ৪৪ বলে ৫১ রানে। দিপুর ব্যাট থেকে এসেছে ১৩ রান।

এর আগে, এদিন টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। এ ম্যাচেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি নাজমুল হোসেন ও মোহাম্মদ মিঠুন। মাঝে জাকির হোসেন ও হ্যারি টেকটর রান পেলেও দুজনেই ছিলেন ধীর গতির। তাদের দুজনের পরে ব্যাট করতে নামা রায়ান ও আরিফুল হকও ব্যাট হতে ঝর তুলতে পারেননি। যার ফলে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রানের পুঁজি পায় সিলেট। যা খুব সহজেই টপকে গেছে চট্টগ্রাম। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড: 

সিলেট স্ট্রাইকার্স: ১৩৭/৪ ; (টেকটর ৪৫, জাকির ৩১, রায়ান, ৩৪*, আরিফুল ১৭*; বিলাল ৩/২৪)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৩৮/২ (১৭.৪ ওভার); ( তানজিদ ৫০, ব্রুস ৫১*, দিপু ১৩; তানজিম ১/১৯)

সম্পর্কিত খবর