হারের পর এবার বড় ধাক্কা খেল ভারত
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮ রানে হেরেছে স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েও ম্যাচ নিজেদের করতে পারেনি রোহিত শর্মার দল। তাই সিরিজে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচে জয় চায় দলটি। তবে তার আগেই এবার বড় ধাক্কা খেল ভারত। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছে দলটির তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল।
হায়দ্রাবাদ টেস্টে দুজনেই চোট পেয়েছেন। জাদেজা ভুগছেন হ্যামস্ট্রিং চোটে। অন্যদিকে উরুতে ব্যাথা পেয়েছেন রাহুল। যার ফলে আগামী ২ ফেব্রুয়ারি টেস্টে মাঠে নামা হচ্ছে না তাদের। এই দুজনের জায়গায় দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে।
এর আগে সিরিজ শুরুর আগেই ব্যাক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ না খেলার কথা জানিয়েছেন দলটির তারকা ব্যাটার বিরাট কোহলি। যার ফলে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও তার সার্ভিস পাচ্ছে না দল। এবার বিরাটের পর ছিটকে গেলেন রাহুল ও জাদেজা। যা বেশ ভোগাবে ভারতকে।
এর আগে প্রথম টেস্টে প্রথম ইনিংসে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। অলি পোপ একাই করেন ১৯৬ রান। এর পর বোলিংয়ে ৭ উইকেট তুলে দলকে ম্যাচ জেতাতে ভূমিকা রাখেন অভিষিক্ত টম হার্টলি।
এর মধ্যে প্রথম টেস্টে হেরে টেস্ট চ্যাম্পি়নশিপের পয়েন্ট টেবিলেও ধাক্কা খেয়েছে ভারত। নেমে গেছে ৫ নম্বরে। বাংলাদেশের পরে অবস্থান তাদের। তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে এ ম্যাচ জয়ের বিকল্প নেই ভারতের। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২ ফেব্রুয়ারি।