দারুণ শুরুর পর ব্যাটিংয়ে ধস, ঢাকার পুঁজি ১৩০

  • নিউজরুম এডিটর
  • ০৮:১৯ পিএম | ২৯ জানুয়ারি, ২০২৪

চলতি বিপিএলে প্রথম ম্যাচ জয়ের পর সবশেষ দুই ম্যাচে হেরেছে দুর্দান্ত ঢাকা। ঘুরে দাঁড়াতে নিজেদের চতুর্থ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ঢাকা। দুর্দান্ত ব্যাটিং করেন দলটির দুই ওপেনার নাঈম শেখ ও সাইম আইয়ুব। দুজনের ওপেনিং জুটিতেই আসে ৭৫ রান। এরপর অবশ্য ব্যাটিংয়ে ধস নামে ঢাকার। দলটি গুটিয়ে যায় 

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি খুলনা। এনামুল হক বিজয়ের দল খেলছে দারুণ ক্রিকেট। জিতেছে সব শেষ তিন ম্যাচের তিনটিতেই। তবে এদিন শুরুতে বল হতে দলটির বোলারদের বেশ ছন্নছাড়াই মনে হয়েছে। নাঈমের তাণ্ডবের সামনে সুবিধা করতে পারছিল না দলটির বোলাররা। দারুণ শুরু করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন তিনি। 

তবে হিসেবটা পাল্টে যায় ৯ ওভারের পর। আফিফকে মারতে গিয়ে ২১ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরতে হয় নাঈমকে। এরপর টিকতে পারেননি সাইমও। পরের ওভারেই ৩৭ বলে ৩৫ রান করে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার। ঢাকাকে বড় রানের পুঁজি পাইয়ে দেওয়ার দায়িত্ব পরে বাকিদের ওপর। 

তবে সেই দায়িত্ব নিতে পারেননি দলটির কোনো ব্যাটার। মোহাম্মদ নাওয়াজ, ওয়াসিম ও মুগ্ধরা চেপে বসেন ঢাকার ব্যাটারদের উপর। ৭৫ রানে প্রথম উইকেট হারানো দলটি পরের ৩০ রান যোগ করে উইকেট খুয়াই ৭টি। খুলনার বোলাররা দাড়াতেই দেননি ঢাকার ব্যাটারদের। যদিও শেষ পর্যন্ত অলআউট হতে হয়নি তাদের। আরাফাত সানি ও শরিফুলের কল্যানে দলটির ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৩০ রানে। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড: 

দুর্দান্ত ঢাকা: ১৩০/৯ (২০ ওভার); ( নাঈম ৪১, আইয়ুব ৩৫, রোস ২১, সানি ১৫*; নাওয়াজ ৩/১৫, ওয়াসিম ২/১৩, মুগ্ধ ২/২৩)

খেলার দুনিয়া | ফলো করুন :