ঢাকার হারের হ্যাটট্রিকের দিনে চারে চার খুলনা

ঢাকার হারের হ্যাটট্রিকের দিনে চারে চার খুলনা

চলতি বিপিএলটা দুর্দান্ত কাটছে খুলনা টাইগার্সের। যদিও সোমবার দিনের প্রথম ম্যাচে তাদের টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে সেটা কয়েক ঘণ্টার বেশি স্থায়ী হতে দেয়নি এনামুল হক বিজয়ের দল। রাতের ম্যাচে দুর্দান্ত ঢাকাকে টুর্নামেন্টে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ দিয়ে টানা চতুর্থ জয় তুলেছে দলটি। ঢাকাকে ১৩০ রানে আটকে রাখার পর ১০ উইকেটের দুর্দান্ত এক জয়ে ফের শীর্ষস্থান দখল করেছে তারা।

হারের হ্যাটট্রিক এড়ানোর ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেলেও নাঈম শেখের আউটের পর ব্যাটিংয়ে ধস নামে ঢাকার। ১৩০ রানের পুঁজি পায় দলটি। সহজ লক্ষ্যে ভুল করেনি খুলনার দুই ওপেনার। রানের চাপ না থাকায় সাবলীল ব্যাট চালিয়েছেন দলটির দুই ওপেনার এনামুল বিজয় ও ইভান লুইস। অবশ্য দারুণ শুরু পেলেও চোটের কারণে ইনিংস লম্বা করতে পারেননি লুইস। ১৩ বলে ২৬ রান করে চোটে পড়লে, রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

তবে দায়িত্ব নিয়েছেন এনামুল ও আফিফ। রানের চাপ না থাকলেও ব্যাট হাতে আগ্রাসী ছিলেন দুজনেই। এনামুল পেয়েছেন ফিফটির দেখা। রান স্বল্পতায় ফিফটি তুলতে না পারলেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন আফিফ। বিজয় আফিফের তাণ্ডবে ৭ জন বোলারকে দিয়ে উইকেট তোলার চেষ্টা চালালেও কাজ হয়নি কিছুই। রানে লাগাম টানতে পারেনি কোনো বোলার। ঢাকার ১৩০ রানের লক্ষ্য হেসেখেলেই টপকে গেছে খুলনা। জয় তুলেছে ৩২ বল ও ১০ উইকেট হাতে রেখে। যেখানে বিজয়ের সংগ্রহ ৪৮ বলে ৫৮ রান ও আফিফের সংগ্রহ ২৭ বলে ৩৭ রান। 

এর আগে, সবশেষ দুই ম্যাচে হারা দুর্দান্ত ঢাকা ঘুরে দাঁড়াতে নিজেদের চতুর্থ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায়। দুর্দান্ত ব্যাটিং করেন দলটির দুই ওপেনার নাঈম শেখ ও সাইম আইয়ুব। দুজনের ওপেনিং জুটিতেই আসে ৭৫ রান। এরপর অবশ্য ব্যাটিংয়ে ধস নামে ঢাকার। এদিন শুরুতে বল হতে খুলনার বোলারদের বেশ ছন্নছাড়াই মনে হয়েছে। নাঈমের তাণ্ডবের সামনে সুবিধা করতে পারছিল না দলটির বোলাররা। দারুণ শুরু করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন তিনি। 

তবে হিসেবটা পাল্টে যায় ৯ ওভারের পর। আফিফকে মারতে গিয়ে ২১ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরতে হয় নাঈমকে। এরপর টিকতে পারেননি সাইমও। পরের ওভারেই ৩৭ বলে ৩৫ রান করে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার। ঢাকাকে বড় রানের পুঁজি পাইয়ে দেওয়ার দায়িত্ব পরে বাকিদের ওপর। 

তবে সেই দায়িত্ব নিতে পারেননি দলটির কোনো ব্যাটার। মোহাম্মদ নাওয়াজ, ওয়াসিম ও মুগ্ধরা চেপে বসেন ঢাকার ব্যাটারদের উপর। ৭৫ রানে প্রথম উইকেট হারানো দলটি পরের ৩০ রান যোগ করে উইকেট খুয়াই ৭টি। খুলনার বোলাররা দাড়াতেই দেননি ঢাকার ব্যাটারদের। যদিও শেষ পর্যন্ত অলআউট হতে হয়নি তাদের। আরাফাত সানি ও শরিফুলের কল্যানে দলটির ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৩০ রানে। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড: 

দুর্দান্ত ঢাকা: ১৩০/৯ (২০ ওভার); ( নাঈম ৪১, আইয়ুব ৩৫, রোস ২১, সানি ১৫*; নাওয়াজ ৩/১৫, ওয়াসিম ২/১৩, মুগ্ধ ২/২৩)

খুলনা টাইগার্স: ১৩১/০ ( ১৪.৪ ওভার); ( এনামুল ৫৮*, লুইস ২৬, আফিফ ৩৭*)

 

 

সম্পর্কিত খবর