২০২৫ এ গোল করে রোনালদোর অনন্য রেকর্ড, ছুঁতে পারবেন মেসি?

২০২৫ এ গোল করে রোনালদোর অনন্য রেকর্ড, ছুঁতে পারবেন মেসি?

নিজের পেশাদার ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন ২০০২ সালে। তারপর ক্যালেন্ডার বদলেছে ২৪ বার। তবে একটা বিষয় বদলায়নি। তা হলো প্রতি বছর ক্রিস্টিয়ানো রোনালদোর গোল করার ক্ষুধা। 

গতকাল রাতে সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে আল নাসরের ৩–১ গোলের জয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো, যার ফলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ কিংবদন্তি।

২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে প্রথম গোলটি করেছিলেন রোনালদো। এর পর থেকে প্রতিবছরই গোলের খাতায় নাম লিখিয়েছেন। গতকাল রাতে করা গোলটি ২০২৫ এ করা তার প্রথম গোল। ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে ইতিহাস গড়া গোলটি করেন রোনালদো। 

২০০২ সালে নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেন রোনালদো। সে বছর করেছিলেন ৬ গোল। পরের বছরই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার আলেক্স ফার্গুসনকে মুগ্ধ করে রোনালদো চলে আসেন ওল্ড ট্রাফোর্ডে। এরপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। প্রতি বছরই নিজের গোলের খাতাকে সমৃদ্ধ করেছেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবল তারকা।

রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে লিওনেল মেসির সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন রোনালদো। ফুটবল–মঞ্চে লম্বা সময় ধরে বিভিন্ন রেকর্ড নিয়ে লড়াই করেছেন মেসি–রোনালদো। কোথাও মেসি এগিয়ে তো কোথাও রোনালদো। তবে রোনালদোর টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ডটি মেসির ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে।

মেসি নিজের প্রথম গোলটি করেন ২০০৫ সালের মে মাসে।এখন রোনালদোর রেকর্ড স্পর্শ করতে হলে মেসিকে ২০২৮ সাল পর্যন্ত গোল করতে হবে। যে সময় মেসির বয়স হবে ৪১ বছর। নাটকীয় কিছু না হলে ২০২৮ সাল পর্যন্ত মেসির খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিনই। সেক্ষেত্রে রোনালদোর টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ড হয়তো অধরাই থেকে যাবে মেসির।

সম্পর্কিত খবর