মার্চে দুই আফ্রিকান দেশের বিপক্ষে খেলবেন মেসিরা
নতুন বছরে লিওনেল মেসিরা প্রথমবারের মতো কবে মাঠে নামবেন, কাদের বিপক্ষে খেলবেন - তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। অবশেষে ভক্তদের পিপাসা মিটিয়ে সে তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ)।
সামাজিক যোগাযোগমাধ্যমে এএফএ’র পোস্ট সূত্রে জানা গেছে, মার্চের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলবে। আর ম্যাচ দুটিতে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে দুই আফ্রিকান জায়ান্ট নাইজেরিয়া এবং আইভরি কোস্ট। নাইজেরিয়ার সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে অনেকটা নিয়ম করেই দেখা হয়ে যায় আর্জেন্টিনার। এবার প্রীতি ম্যাচে তাদের মুখোমুখি হবেন মেসিরা।
ম্যাচ দুটি কবে, কোথায় অনুষ্ঠিত হবে সে ব্যাপারে অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে মার্চের আন্তর্জাতিক বিরতিতেই সে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।
উল্লেখ্য, ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ২০২৩ শেষ করেছিল আর্জেন্টিনা। দর্শক দাঙ্গার কারণে আলোচিত সে ম্যাচে নিকোলাস ওতামেন্দির দেয়া একমাত্র গোলে জয় নিয় মাঠ ছাড়ে আর্জেন্টিনা।