আইএল টি-টোয়েন্টি খেলা হচ্ছে না শামার জোসেফের
ব্রিসবেনে এক রূপকথার গল্পই লিখে ফেলেছেন শামার জোসেফ। একাই অস্ট্রেলিয়ার ৭ উইকেট শিকার করে ঘুচিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ২৭ বছরের আক্ষেপ। যদিও ওই টেস্টে পায়ের আঙুলে চোট পাওয়ায় বোলিংই করার কথা ছিল না তার। তবে সব বাধা ডিঙিয়ে মাঠে নেমে শামার লিখেছেন হার না মানার এক ইতিহাস।
যার সুবাদে আইএল টি-টোয়েন্টি লিগে খেলার ডাক পান এই ক্যারিবিয়ান পেসার। ব্রিসবেন টেস্টে শেষে আইএল টি-টোয়েন্টিতে ক্যাপিটালসের হয়ে মাঠে নামার কথা ছিল তার। তবে ব্রিসবেন টেস্টে চোট উপেক্ষা করে মাঠে নামলেও টি-টোয়েন্টি লিগ খেলা হচ্ছে না তার। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন এই পেসার।
পায়ে গুরুতর কোনো চোট না থাকলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। জোসেফ নিজেও চোট সারিয়ে উঠতে বিশ্রাম চাচ্ছেন। যার ফলে আপাতত মাঠে নামা হচ্ছে না তার। তবে আইএল টি-টোয়েন্টি না খেললেও পিএসএলে খেলার কথা রয়েছে তার।
ব্রিসবেন টেস্ট মাতিয়ে নজরে আসা জোসেফকে দলে টেনেছে পেশোয়ার জালমি। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই লিগ শুরুর আগে চোট পাওয়া ক্রিকেটারদের বদলি করার সুযোগ পাবে দলগুলো। তারই অংশ হিসেবে ইংল্যান্ডের গাস এটকিনসনের জায়গায় জোসেফকে দলে টেনেছে পেশোয়ার জালমি। যেখানে খেলার কথা রয়েছে তার।